কর্নাটকে চোর সন্দেহে অমানবিক অত্যাচার আদিবাসী যুবককে

আদিবাসী ও দলিত সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনা বাড়ছে, যা উদ্বেগের কারণ

পাশবিক অত্যাচার ! চোর সন্দেহে অমানবিক অত্যাচার এক আদিবাসী যুবকের উপর। জঙ্গলের মধ্যে গাছে বেঁধে বেধম প্রহার করা হল তাকে। তারপরে গোপনাঙ্গে ছেড়ে দেওয়া হল লাল পিঁপড়ে। যুবকটিকে যন্ত্রণায় কাতরাতে দেখে উল্লাসে ফেটে পড়ল গ্রামবাসীরা। ভয়বহ এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের দাভানগেরে জেলায় আস্তাপানাহাল্লি গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আদিবাসী ও দলিত সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনা বাড়ছে, যা উদ্বেগের কারণ। এমন ঘটনা ঘটার কারণ কী হতে পারে, তা খতিয়ে দেখা প্রয়োজন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আদিবাসীদের অধিকার রক্ষা করা এবং তাদের উপর হওয়া অত্যাচার বন্ধ করা জরুরি, বলছেন ওয়াকিবহাল মহল।