Saturday, August 23, 2025

কংগ্রেসের পরে ডিএমকে: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় দায়ের ১২ মামলা

Date:

কেন্দ্রের সংবিধান বিরোধী ওয়াকফ (সংশোধনী) (WAQF amendment act) আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে দায়ের একের পর এক মামলা। একাধিক মুসলিম সংগঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ওয়াকফ আইনের বিরোধিতায় দ্রুত মামলার শুনানির আবেদন করা হল। তালিকায় কংগ্রেসের পাশাপাশি যুক্ত হল ডিএমকে (DMK)। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ দ্রুত মামলার শুনানির আবেদনে সম্মতি দিয়েছেন।

কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ ও এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপর দুই বড় মুলসিম সংগঠন – জামাত-এ-উলেমা-ই-হিন্দ ও রাজনৈতিক দল হিসাবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML) দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। তাঁদের দাবি, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচরণ পালনে এই আইন ‘গভীর ষড়যন্ত্র’। আরেক কংগ্রেস সাংসদ, যিনি সংসদে বিল পেশের দিন বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ইমরান প্রতাপগড়িও সুপ্রিম কোর্টে মামলা করেছে।

তবে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK) এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ। তাঁদের দাবি, বিরোধীদের কোনও আপত্তি এই সংশোধনী পাশের সময় শোনা হয়নি কেন্দ্রের তরফে। গোটা দেশে প্রবল প্রতিবাদ হওয়া সত্ত্বেও তাতে কোনও গুরুত্ব দেয়নি কেন্দ্র সরকার। সেক্ষেত্রে জেপিসি-কে পক্ষপাতদুষ্ট (prejudiced) বলে আবেদনে দাবি করে ডিএমকে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই মামলার দ্রুত শুনানির আবেদনে সম্মতি দেন। সেক্ষেত্রে দায়ের হওয়া মোট ১২টি মামলা একসঙ্গেই শুনানি হবে। ইতিমধ্যেই আরজেডি-ও (RJD) এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version