Thursday, November 6, 2025

ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় খালিদের জামশেদপুর এফসিকে হারিয়ে আইএসএলের(ISL) ফাইনালে পৌঁছেছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। দলের পারফরম্যান্সে খুশি তো হবেনই। কিন্তু এখনই কাজ শেষ হয়নি। ম্যাচ শেষেই সেই কথা ভাল করে মনে করিয়ে দিলেন সবুজ-মেরুণ কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসল কাজটাই এখন বাকি রয়েছে তাদের। ফাইনাল জিতে ট্রফি নিয়ে আসা। সেটা করতে পারলেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে মনে করবেন তিনি।

জামশেদপুর এফসির(JFC) কাছে প্রথম লেগে হারের পর খানিকটা হলেও চিন্তায় ছিল মোহনহবাগান(MBSG) টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে খালিদের অতিরক্ষণাত্মক ছকই চিন্তায় রেখেছিল তাদের। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করেছে মোলিনার(Jose Molina) ছকই। আপুইয়ার শেষ মুহূর্তের গোলে আইএসএলের ফাইনালের টিকিট পাকা করে ফলেছে মোহনবাগান। চোট সারিয়ে ফেরা আপুইয়ার(Apuia) পারফরম্যান্সে খুশি বাগান কোচ মোলিনা(Molina)। সাংবাদিক সম্মেলনে এসে সেই কথা জানাতে দ্বিধাও করলেন না তিনি।

মোলিনা জানিয়েছেন, “আমরা অত্যন্ত লড়াই করেছি। শুরু থেকেই যে লক্ষ্যটায় পৌঁছনোক অপেক্ষায় আমরা ছিলাম, শেষ মুহূর্তে আপুইয়ার গোলেই সেটা হল। এই গোলটাই সবচেয়ে কাঙ্খিত ছিল আমাদের। আপুইয়া সত্যিই খুব ভাল খেলেছে। আমাদের দল লড়াই করেছে”।

হোসে মোলিনা আরও জানান, “অবশ্যই দলের পারফরম্যান্সে আমি খুশি। তবে কাজ আমাদের এখনও শেষ হয়নি। ফাইনাল জিততে পারলেই বুঝব কাজ শেষ হল। এদিনের ম্যাচে প্রতি মুহূর্তেই ছক কষে গিয়েছি। খেলোয়াড়রা যাতে হতাশ হয়ে না পড়ে সেভাবেই পরিকল্পনাও করে গিয়েছি। শেষপর্যন্ত সাফল্য এসেছে। আমি সত্যিই খুশি”।

জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথমার্ধে বারবার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। কার্যত জামশেদপুরের রক্ষণে ১০জন ডিফেন্ডার ছিলেন। বিরতির পরই প্রথম সাফল্যটা এসেছিল। জেসন কামিন্সের(Jason Cummings) পেনাল্টি থেকেই প্রথম লিড পায় মোহনবাগান। কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছনোর জন্য আরও একটা গোলের অপেক্ষায় ছিল সবুজ-মেরুণ শিবির। অতিরিক্ত সময়েই সেই কাঙ্খিত মুহূর্ত আসে মোহনবাগানের। আপুইয়ার দূলপাল্লার শট। আর তাতেই ফাইনালের টিকিটাও পাকা হয়ে যায় হোসে মোলিনার দলের।

শেষবার হাবাসের হাত ধরে ফাইনালে পৌঁছলেও ট্রফিটা জেতা হয়নি মোহনবাগানের। এবার সেই অধরা স্বপ্নটাই পূরণ করতে মরিয়া সবুজ-মেরুণ কোচ হোসে মেলিনা।

Related articles

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...
Exit mobile version