Wednesday, January 14, 2026

দলীয় বারণ! তড়িঘড়ি চিঠি ছিঁড়ে ব্রাত্য-সাক্ষাৎ বাতিল অভিজিতের

Date:

Share post:

রাজনীতি ভুলে বাংলার চাকরিহারা যোগ্য শিক্ষক সমাজের জন্য এগিয়ে আসার কথা ভেবেছিলেন বিজেপি সাংসদ। বাধ সাধল দল। শীর্ষ নেতৃত্বের ধমকে মাঝপথেই বাতিল করতে হল পরিকল্পনা। প্রসঙ্গ ঘোরাতে চিঠি ছেঁড়ার নাটক। অভিজিতের (Abhijit Ganguly) ‘ব্যাকআউটে’ কটাক্ষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মনে করিয়ে দেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে কথা বলার জন্য পথ খুলে রেখেছিল। সেই সঙ্গে আবার প্রমাণিত হল ব্রাত্যর মঙ্গলবারের কথা, উনি বিচারপতি যখন ছিলেন তখন রাজনীতিকের মতো আচরণ করতেন। যখন সাংসদ হয়েছেন তখন বিচারপতির মতো আচরণ করছেন।

বুধবার সকালে এসএসসি (SSC) দফতর থেকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সাংসদ অভিজিতের। এসএসসি দফতরে চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ার পর হঠাৎই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসাবে শিক্ষকদের ডিআই অফিসের অভিযানে পুলিশের বাধা ও লাঠিচার্জকে যুক্তি হিসাবে হাস্যকরভাবে তুলে ধরেন।

তাতেই অবাক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিজিতের আচরণে ব্রাত্য স্পষ্ট বলেন, উনি নিজে আসতে চেয়েছিলেন। ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসতে চেয়েছিলেন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রীর চিঠি দিতে আসার কথা ছিল। উনিই বলেছিলেন আসবেন। তারপর উনিই ব্যাক আউট (backout) করলেন। এই যুক্তিটা কোনও যুক্তি হতে পারে না যেটা উনি বলছেন। শিক্ষা দফতর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।

তবে তাঁর শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করার আসল কারণও তুলে ধরেন ব্রাত্য। তিনি বলেন, ওনারই দেওয়া সময়। আমি অপেক্ষা করেছিলাম। উনি এলেন না। উনি দলীয় কোনও বিপদে পড়লেন কিনা। দলীয় কোনও প্রতিবন্ধকতা তৈরি হল কিনা, দল ওনাকে বারণ করল কিনা। পরে এক্ষেত্রে কোনও অসুবিধা হবে কিনা, সেটা উনি বলতে পারবেন।

spot_img

Related articles

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...