Saturday, November 1, 2025

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বুধবার

Date:

আইএসএলে(ISL) চূ়ড়ান্ত ব্যর্থ। এখন ইস্টবেঙ্গলের(Eastbengal) পাখির চোখ শুধুই সুপার কাপ। গতবারের চ্যাম্পিয়ন তারা। সেই ধারা এবার অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে অস্কার ব্রুজোঁর কাছে এই লিগটা যে বড় চ্যালেঞ্জ তা বলাই যায়। সুপার কাপে(Super Cup) নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না লাল-হলুদ কোচ। সেইকারণে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। সেইমতো চেন্নাইয়িন এফসির(Chennaiyan Fc) সঙ্গে কথাবার্তাও হয়েছে একপ্রস্থ। কিন্তু সেই খেলাটা হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই।

এখানে চেন্নাইয়িন এফসির দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তারমধ্যে একটি ম্যাচ মহমেডান এফসির সঙ্গেও তাদের খেলার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ নিয়ে এই মুহূর্তে কোনও নিশ্চয়তা নেই। এখন খেলতে হলে শুধু ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধেই খেলতে হবে। এই একটা ম্যাচ খেলার জন্য চেন্নাইয়িন এফসি আসবে কিনা সেটা নিয়েই খানিকটা সংশয় রয়েছে। শোনাযাচ্ছে বুধবার রাতে চেন্নাইয়িন এফসি তাদের আসার কথা নিশ্চিত করবে।

ইস্টবেঙ্গল(Eastbengal) গত চার তারিখ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে অবশ্য একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। নিজেদের দলের কোন কোন জায়গায় সমস্যা থাকতে পারে সেটাই বোধহয় বুঝে নিতে চাইছেন তিনি। একটানা প্রস্তুতির পর অবশ্য বুধবার ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে ছুটি দিয়েছেন লাল-হলুদের হেডস্যার।

অস্কার ব্রুজোঁ দায়িত্ব নেওয়ার পর থেকেই খানিকটা ঘুরে দাঁড়িয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও এবারের আইএসএলে ৯ নম্বর স্থানেই থামতে হয়েছিল তাদের। এবার ইস্টবেঙ্গলের প্রধান সমস্যাই ছিল চোট আঘাত। সেই কথা মাথায় রেখেই দলের প্রস্তুতি সারছেন অস্কার। দলের সকলেই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সুপার কাপে(Super Cup) কীভাবে খেলবেন তারা সেই নিয়ে এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন অস্কার। শেষপর্যন্ত সুপার কাপে তারা পারেন কিনা সেটাই দেখার।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version