Thursday, November 6, 2025

মোহনবাগানকে এগিয়ে রাখলেও বেঙ্গালুরুকে নিয়ে সাবধানও করছেন অলোক মুখোপাধ্যায়

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল আইএসএলের(ISL) ফাইনাল। যুবভারতীতে(YVBK) বেঙ্গালুরু এফসির(BFC) বিরুদ্ধে নামবে মোহনবাগান(MBSG)। বুধবার থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডের। মোহন জনতার মনে এখন একটাই ভাবনা। দ্বি মুকুট কি হবে সবুজ-মেরুণ ব্রিগেডের। চলছে নানান হিসাব নিকাশ। তবে প্রাক্তন ভারতীয় ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) বাজি কিন্তু মোহনবাগান(MBSG)। প্রতিপক্ষ শিবিরে অবশ্যই বেঙ্গালুরু রয়েছে। কিন্তু অলোকের মতে ধারেভারে খানিকটা হলেও নাকি এগিয়ে রয়েছে মোহনবাগানই।

ঘরের মাঠে খেলাটা যেমন মোহনবাগানের আত্মবিশ্বাস বাড়াবে। তেমনই প্রতিপক্ষ শিবিরে রয়েছেন সুনীল ছেত্রীর(Sunil Chetri) মতো তারকা ফুটবলার। এছাড়াও রয়েছেন উইলিয়ামস। সেক্ষেত্রে মোহনবাগানকে যে অনেকটাই সচেতন থাকতে হবে তাও বলতে দ্বিধা নেই এই প্রাক্তন ফুটবলারের। চিন্তা শুধু একটাই জায়গা নিয়ে। আর সেটা হল মোহনবাগানের রক্ষণ। অলোক মুখোপাধ্যায়ের মতে আক্রমণের তুলনায় মোহনবাগানের(MBSG) রক্ষণটা এবার খানিকটা দুর্বল। সেই দিকেই বাড়তি নজর দিতে হবে।

তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আশা করছি ফাইনালে মনবীর চলে আসবে। লিস্টন, মনবীর এবং কামিন্সও খুব ভাল খেলছে। এছাড়া হাফ লাইনে আপুইয়া অসাধারণ ফুটবল খেলছে। এছাড়া রক্ষণের বিদেশিরা ভাল পারফরম্যান্স করছে। সাইড ব্যাকও এখন অনেকটা ভাল হয়েছে। তবে ডিফেন্সকেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ প্রতিপক্ষ শিবিরে রয়েছেন উইলিয়ামস। তবে কলকাতায় খেলা। মোহনবাগান ধারাবাহিক পারফরম্যান্সও করছে। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়াটাই উচিৎ”।

ফিরতি লেগে জামশেদপুর এফসির(JFC) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছে মোহনবাগান। বিশেষ করে শেষ মুহূর্তে আপুইয়ার গোল। এমন পারফর্ম্যান্স যে মোহনবাগান শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ঘরের মাঠে ম্যাচ। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও বেশি বলেই মনে করছেন প্রাক্তন এই ফুটবলার। কিন্তু প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। তাদের হাল্কাভাবে না নেওয়ারও পরামর্শ দিচ্ছেন অলোক মুখোপাধ্যায়।

তিনি আরও বলেন, “মোহনবাগান ভাল দল। তাদের চ্যাম্পিয়ন হওয়ার আশা রয়েছে। কিন্তু বেঙ্গালুরু কিন্তু জামশেদপুরের তুলনায় অনেকটাই ভাল দল। এই ম্যাচে নিজেদের একশো শতাংশ দিতে হবে। তবেই সাফল্য এসেছে। এবারের আইএসএলে বেঙ্গালুরুও দুরন্ত ফর্মে রয়েছে। তবে ধারেভারে আমি মোহনবাগানকেই এগিয়ে রাখব”।

জামশেদপুরের বিরুদ্ধে জিতলেও বহু সুযোগ সেই ম্যাচে নষ্ট করেছিলেন মোহনবাগান ফুটবলাররা। সেই নিয়ে মোলিনা সকলকে চিন্তা না থাকার কথা বললেও, ফাইনালের আগে যে সেদিকেই মোহনবাগানের স্প্যানিশ কোচের সবচেয়ে বেশি নজর থাকবে তা বলাই যায়।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...