Saturday, November 1, 2025

সুপ্রিম কোর্টের রায়ে আশা, বাংলার ২৩টি বিলও এবার অনুমোদন পাবে ?

Date:

বাংলার রাজ্যপালের দরবারে বিধানসভায় পাশ হওয়া ২৩টি বিল আটকে রয়েছে। মঙ্গলে সুপ্রিম কোর্টের রায়ের পর সেই সব বিল নিয়ে আশার আলো দেখছে বাংলার সরকার। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, আশা করছি বিলগুলির ভবিষ্যৎ এবার উজ্জ্বল হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যপাল ওই ২৩টি বিল নিয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

তামিলনাড়ুর সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয়, রাজ্যপালের এক্তিয়ার নেই বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখার। বিধানসভায় বিল পাশ হওয়ার পরও রাজ্যপাল সই করেন না। ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত ২৩টি বিল আটকে রয়েছে রাজভবনে। বছরের পর বছর রাজ্যপালের একটা সইয়ের জন্য বিলগুলি দিনের আলো দেখেনি। জগদীপ ধনকড়ের পর সিভি আনন্দ বোসের আমলেও বদলায়নি ছবিটা। দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। কিন্তু আদতে কোনও ফল মেলেনি। এবার সুপ্রিম কোর্ট কড়া রায় ঘোষণা করায় বিলগুলি অনুমোদনে রাজ্যপাল তৎপর হবেন বলে আশাবাদী বিমান বন্দ্যোপাধ্যায়।

তামিলনাড়ুর সরকারের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিল ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয়। বিল নিয়ে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তামিলনাড়ুর রাজ্যপালকে। সুপ্রিম কোর্ট এমনটাও জানায়, বিলে সাংবিধানিক ত্রুটি থাকলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজ্যপাল। সেক্ষেত্রেও মন্ত্রিসভার পরামর্শ মেনে রাজ্যপালকে চলতে হবে। এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বারবার বিষয়টি রাজ্যপালকে বলেছি। ২০১৬ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিল পড়ে থাকলেও রাজ্যপাল কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। অপরাজিতা বিল, গণপিটুনি বিলের মত গুরুত্বপূর্ণ ২৩টি বিল অনুমোদন পায়নি‌। তিনি কোনও সুপারিশও করেননি। কিছু বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, এই পর্যন্তই অগ্রগতি। এখন বিল অনুমোদনের জন্য রাজ্যপালকে কালক্ষেপ না করার বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে আশার আলো দেখাল।

বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের সমস্যা বেশি। এই রায়ের পর এবার বিল পাশ হবে বলে তিনি আশাবাদী। আমাদের রাজ্যপাল আটকে থাকা বিলগুলি এবার অনুমোদন দেবেন।

Related articles

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...
Exit mobile version