Thursday, August 21, 2025

সুপার কাপের(Super Cup) সময় এগিয়ে আসছে। প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল(Eastbengal)। আইএসএলের(ISL) ফাইনালের পর তোরজোড় শুরু করবে মোহনবাগানও(MBSG)। কিন্তু বাংলার আরেক প্রধান মহমেডানের(Mohammedan Sc) কী অবস্থা। সুপার কাপে কি নামতে পারবে তারা। আর নামলেও কারা খেলবেন। সেই নিয়ে কোনও সদুত্তর নেই খোদ কোচ মেহরাজউদ্দিনের(Mehrajuddin) কাছেও। গত মঙ্গলবার ফুটবলার, কোচ সহ ক্লাব কর্তাদের একটা বৈঠক হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই হয়নি। মহমেডানের(Mohammedan Sc) প্রস্তুতি কবে থেকে শুরু হবে তাও যেন এখন বিশ বাও জলে।

প্রায় দু মাসের ওপর হয়ে গেল মহমেডান ফুটবলার থেকে কোচ বেতন পায়নি। সেইসঙ্গে সম্প্রতিই মহমেডানের(Mohammedan Sc) হাত ছেড়েছে বিনিয়োগকারি সংস্থা। কার্যত এই মুহূর্তে যে একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে পড়েছে ক্লাব তা বলাই যায়। শোনাযাচ্ছে সেই বৈঠকে বেতন নিয়ে কথা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মহমেডান ফুটবলারদের প্রস্তুতিতে নামার কোনও কথাই শোনাযাচ্ছে না।

মহমেডান কোচ মেহরাজউদ্দিনের সঙ্গে কথা যোগাযোগ করলে তিনি জানান, “কী পরিস্থিতি চলছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গতকাল একটা বৈঠক হয়েছে। কবে প্রস্তুতি আরম্ভ করতে পারব আমরা তাও আমি জানি না”।

মঙ্গলবার দেশিয়দের সঙ্গে কয়েকজন বিদেশি ফুটবলাররাও বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রত্যেকেরই বেতন বাকি রয়েছে। এমন পরিস্থিতির জন্যই কী ফুটবলাররাও মাঠে নামতে চাইছেন না। সরাসরি কেউ মুখে কিছু না বললেও, ইঙ্গিত যেন তেমনটাই। এর আগেও একবার বেতনের কারণে ফুটবলাররা প্রস্তুতি বন্ধ করে দিয়েছিলেন।
আগামী ২৪ এপ্রিল সুপার কাপে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার কথা মহমেডানের। কিন্তু আদৌ কি তারা নামতে পারবে , উত্তর নেই কারোর কাছেই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version