Saturday, August 23, 2025

গম্ভীরের প্রাক্তন কোচের শিষ্য প্রিয়াংশ আইপিএলে নতুন সেনসেশন

Date:

সঞ্জয় ভরদ্বাজ(Sanjay Bharadwaj), দিল্লি ক্রিকেট মহলে গুরুজি বলেই পরিচিত। গৌতম গম্ভীর(Gautam Gambhir), নীতিশ রানা, অমিত মিশ্রর পর এবার আরও একজন উঠে এলেন সেই সঞ্জয় ভরদ্বাজের হাত ধরে। ধোনির চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে নায়ক হয়ে উঠেছেন প্রিয়াঙ্ক আরিয়ার(Priyansh Arya)। মঙ্গলবার রাতের পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ব্র্যাড হ্যাডিন থেকে প্রিয়াংশের(Priyansh Arya) কোচ সকলেই এখন তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। হবে নাই বা কেন চেন্নাইয়ের(CSK) বিরুদ্ধে এই বিধ্বংসী সেঞ্চুরি ইনিংসটাই যে তাঁকে এলিট তালিকায় পৌঁছে দিয়েছে।

বিরাট কোহলি(Virat Kohli), নমন ওঝা এবং ফিল সল্টদের বিশেষ তালিকায় নাম তুলেছেন এই তরুণ ক্রিকেটার। জিতেছেন আইপিএলের ম্যাচে প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সেই প্রিয়াংশ আরিয়াকে(Priyansh Arya) নিয়েই এখন নানান আলোচনা চলছে। ম্যাচের পরই পঞ্জাবের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন(Brad Haddin) এক বিশেষ কথা ফাঁস করেছেন সকলের সামনে। মাত্র আট বল খেলিয়েই নাকি এই ক্রিকেটারকে প্রথম একাদশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হ্যাডিন বলেছেন, “আইপিএল শুরু হওয়ার আগে মাত্র আট বল খেলেছিলেন প্রস্তুতি ম্যাচে। সেখানে প্রিয়াংশের খেলা দেখেই আমরা বুঝে গিয়েছিলাম। এরপরই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে তিনি আইপিএলে পঞ্জাবের হয়ে প্রথম ম্যাচেই নামতে চলেছেন”।

আইপিএলের মঞ্চে তাও আবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এমন একটা ইনিংস। প্রিয়াংশ যে নিজেও উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে ভোররাত পর্যন্ত জেগেছিলেন তিনি। হয়ত কোনও একটা ঘোরেই ছিলেন এই তরুণ ক্রিকেটার। এরপর সকাল হতেই কথা বলেছেন কোচের সঙ্গে। তিনি যে কতটা উচ্ছ্বসিত সেই কথাই কোচ সঞ্জয় ভরদ্বাজকে(Sanjay Bhardwaj) জানিয়েছেন প্রিয়াংশ আরিয়া(Priyansh Arya)।

এই প্রসঙ্গে সঞ্জয় ভরদ্বাজ জানিয়েছেন, “প্রিয়াংশ আমাকে সকাল ৭.৩০টা নাগাদ ফোন করেছিল। গতকাল রাত্রে ২ টো কি ৩টের সময় সে ঘুমিয়েছিল। সে সব সময় এমনটাই করে। অত্যন্ত সম্মান দেয় সকলে”।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version