Wednesday, November 5, 2025

খুলে গেল চাকরির পোর্টাল, প্রকাশিত ২০১৬ যোগ্য শিক্ষকদের তালিকা

Date:

রাজ্য সরকার পাশে রয়েছে ২০১৬ এসএসসি (SSC) চাকরিহারা শিক্ষক সমাজের। তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা দ্রুত তৈরিতে টাস্ক ফোর্স (task force) গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পদক্ষেপেই এবার প্রকাশিত হল যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তালিকা। বুধবার দুপুরে সরকারি পোর্টালে তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের নাম জানানো হয় রাজ্যের তরফে।

সুপ্রিম কোর্টে এসএসসি (SSC) মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যোগ্য-অযোগ্য নির্বাচন সম্ভব। তা সত্ত্বেও ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা পেশ করে রাজ্য সরকার স্পষ্ট করে দিলো তাঁদের অবস্থান।

বুধবার দুপুর তিনটে নাগাদ বাংলার শিক্ষা (Banglar Shiksha) সরকারি পোর্টালে প্রকাশিত হয় যোগ্য (untainted) চাকরিপ্রার্থীদের তালিকা। এথেনিয়াম ইনস্টিটিউটের (Athenaeum Institute) প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ জানান দুপুরেই তালিকা প্রকাশিত হয়েছে। ২০১৬ সালের শিক্ষকদের তালিকাভুক্ত একজন শিক্ষক ছিলেন আমাদের স্কুল থেকে। তাঁর নামও এই যোগ্যদের তালিকায় রয়েছে।

বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha) এই তালিকা স্কুল ভিত্তিতে যেভাবে পাসওয়ার্ড দিয়ে দেখতে পাওয়া সম্ভব সেভাবেই প্রকাশিত হয় বুধবার। শিক্ষামন্ত্রী বুধবারও বলেছেন রাজ্য কোনও শিক্ষককেই টার্মিনেট (terminate) করেনি। সেক্ষেত্রে বেতন পাওয়ার ক্ষেত্রেও কোনও অসুবিধা নেই ২০১৬ সালের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের। সেই অনুসারে, রাজ্য সরকার বর্ধিত হারে ডিএ (DA) লাগু করেছে চলতি অর্থবর্ষে। সেই ডিএ-সহ (DA) বেতন পাবেন যোগ্য শিক্ষকরাও। সরকারের তরফে সেই তালিকাই আপডেট করার কাজ চলছিল। সেই কারণে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশে কিছুটা বেশি সময় লাগে স্কুল শিক্ষা দফতরের, জানা যায় সরকারি সূত্রে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version