Saturday, November 8, 2025

খুলে গেল চাকরির পোর্টাল, প্রকাশিত ২০১৬ যোগ্য শিক্ষকদের তালিকা

Date:

রাজ্য সরকার পাশে রয়েছে ২০১৬ এসএসসি (SSC) চাকরিহারা শিক্ষক সমাজের। তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা দ্রুত তৈরিতে টাস্ক ফোর্স (task force) গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পদক্ষেপেই এবার প্রকাশিত হল যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তালিকা। বুধবার দুপুরে সরকারি পোর্টালে তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের নাম জানানো হয় রাজ্যের তরফে।

সুপ্রিম কোর্টে এসএসসি (SSC) মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যোগ্য-অযোগ্য নির্বাচন সম্ভব। তা সত্ত্বেও ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা পেশ করে রাজ্য সরকার স্পষ্ট করে দিলো তাঁদের অবস্থান।

বুধবার দুপুর তিনটে নাগাদ বাংলার শিক্ষা (Banglar Shiksha) সরকারি পোর্টালে প্রকাশিত হয় যোগ্য (untainted) চাকরিপ্রার্থীদের তালিকা। এথেনিয়াম ইনস্টিটিউটের (Athenaeum Institute) প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ জানান দুপুরেই তালিকা প্রকাশিত হয়েছে। ২০১৬ সালের শিক্ষকদের তালিকাভুক্ত একজন শিক্ষক ছিলেন আমাদের স্কুল থেকে। তাঁর নামও এই যোগ্যদের তালিকায় রয়েছে।

বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha) এই তালিকা স্কুল ভিত্তিতে যেভাবে পাসওয়ার্ড দিয়ে দেখতে পাওয়া সম্ভব সেভাবেই প্রকাশিত হয় বুধবার। শিক্ষামন্ত্রী বুধবারও বলেছেন রাজ্য কোনও শিক্ষককেই টার্মিনেট (terminate) করেনি। সেক্ষেত্রে বেতন পাওয়ার ক্ষেত্রেও কোনও অসুবিধা নেই ২০১৬ সালের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের। সেই অনুসারে, রাজ্য সরকার বর্ধিত হারে ডিএ (DA) লাগু করেছে চলতি অর্থবর্ষে। সেই ডিএ-সহ (DA) বেতন পাবেন যোগ্য শিক্ষকরাও। সরকারের তরফে সেই তালিকাই আপডেট করার কাজ চলছিল। সেই কারণে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশে কিছুটা বেশি সময় লাগে স্কুল শিক্ষা দফতরের, জানা যায় সরকারি সূত্রে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version