Sunday, November 23, 2025

আমেরিকায় আমদানিকৃত ওষুধের উপরেও ‘বড়সড়’ শুল্ক ট্রাম্পের, কপালে ভাঁজ ভারতের

Date:

Share post:

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করেছেন তা কার্যকর হয়েছে বুধবার থেকে। প্রায় সব দেশের ওপর পাল্টা এই শুল্ক কার্যকর হয়েছে। এদিকে চিনের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ফলে আজ ৯ এপ্রিল সকালে এশিয়ার শেয়ার বাজারে আবারও পতন হয়েছে। চিনের পণ্যে অতিরিক্ত অর্থাৎ মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপের জেরে সকালেই শেয়ার বাজারে পতন নেমে আসে।

এ বার ওষুধের উপরেও ‘বড়সড়’ শুল্ক চাপাতে চলেছে আমেরিকা।আমেরিকাই ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রফতানির বাজার।ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতে আমেরিকায় আমদানিকৃত ওষুধের উপরেও ‘বড়সড়’ শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই শুল্ক আরোপের ফলে ওষুধ কোম্পানিগুলি তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তরিত করতে উৎসাহিত হবে।

এর আগে ওষুধ এবং সেমিকন্ডাক্টরকে পারস্পরিক শুল্কনীতির আওতা থেকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই এই দুইয়ের উপরেও শুল্ক চাপাতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। এর আগে গত সপ্তাহেও ওষুধের উপর শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবারের ঘোষণার পর মনে করা হচ্ছে, সে দিন বেশি দূরে নেই!

উল্লেখ্য, ভারতের দেশীয় শিল্পগুলির মধ্যে ওষুধ উৎপাদন শিল্প আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্কের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। আমেরিকাই ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রফতানির বাজার। ফলে ওয়াশিংটনের এই পদক্ষেপের জেরে সরাসরি প্রভাব পড়তে পারে সেই শিল্পে। শিল্প সংস্থা ‘ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া’র মতে, গত অর্থবর্ষে প্রায় ২৭.৯ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রফতানি করেছিল ভারত, যার মধ্যে ৩১ শতাংশই রফতানি হয়েছিল আমেরিকায়, যার বাজারমূল্য প্রায় ৮.৭ বিলিয়ন ডলার।

পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে জেনেরিক ওষুধ রফতানিতে প্রথম সারিতে রয়েছে ভারত। বিশ্বের মোট জেনেরিক ওষুধের ২০ শতাংশ ভারত রফতানি করে। প্রায় ২০০টি দেশে ওষুধ রফতানি করে ভারতের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থা। অন্য দিকে, জেনেরিক ওষুধের ৭০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে ট্রাম্পের দেশ। এর মধ্যে ভারত থেকেই যায় প্রায় ৪৫ শতাংশ। আমেরিকায় ব্যবহৃত বায়োসিমিলার ওষুধগুলিরও অন্তত ১৫ শতাংশ সরবরাহ করে ভারত।

 

 

 

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...