ওয়াকফ আইনের বিরোধিতায় শহরে প্রতিবাদ মিছিল মন্ত্রীর নেতৃত্বে 

  1. গত কয়েক দিন ধরে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বেশ কিছু প্রতিবাদ কর্মসূচিও করেছেন। এবার বৃহস্পতিবার মন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত সংখ্যালঘু সমাজের একটি মিছিল হয়।

মিছিলের পর মন্ত্রী জানান, ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে এক কোটি মানুষের গণ স্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে। প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরুদ্ধে শুরু থেকেই সংসদে সরব তৃণমূল। সংসদে এই বিল নিয়ে আলোচনার সময়েও নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদেরা।

আরও পড়ুন – রাহুলের চওড়া ব্যাটে ভর করে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_