Tuesday, November 4, 2025

রাহুলের চওড়া ব্যাটে ভর করে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস

Date:

রাহুলের(KL Rahul) ৯৩ রানের ইনিংসের সৌজন্যে আরসিবির বিজয়রথ থামাল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬ উইকেটে জয় তুলে নিল অক্ষর পটেলের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) ১৬৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে তাড়াতাড়ি উইকেট হারালেও, কেএল রাহুলের দক্ষ হাতেই স্বস্তি। বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি বাহিনী। সেইসঙ্গে খানিকটা হলেও চাপ কমল দিল্লি শিবিরের।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) অধিনায়ক অক্ষর পটেল(Axar Patel)। চিন্নাস্বামী স্টেডিয়াম বরাবরই রান সহায়ক। কিন্তু এদিন যেন বোলারদের অপেক্ষাতেই ছিল চিন্নাস্বামীর বাইশ গজ। শুরু থেকেই ছিল বোলারদের দাপট। সেইসঙ্গে মিচেল স্টার্কের(Mitchell Starc) প্রথমেই বিরাট কোহলির উইকেট তুলে নেওয়াটা দিল্লিকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল।

ফিল সল্টকে বাদ দিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার থেকে মিডল অর্ডার, সকলেই ব্যর্থ। বিরাট(Virat Kohli) ফেরেন ২২ রানে। পাতিদার, লিভিংস্টোনদের বেশিক্ষণ ক্রিজে থাকতেই দেননি কুলদীপ যাদব, মোহিত শর্মারা। শেষপর্যন্ত ১৬৩ রানেই থেমে যায় বিরাট ইনিংস। এদিন বিরাটের সামনে ছিল জোড়া রেকর্ডের হাতছানি। সেটাও অবশ্য পূরণ হয়নি তাঁর।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লিও ৫৮ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকেই দলকে সামাল দেওয়া শুরু করেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল(KL Rahul)। কার্যত তিনিই একাই এদিন শেষ করে দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কেএল রাহুল। ৫৩ বলে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর তাতেই সাফল্য। এই নিয়ে চলতি লিগে পরপর দুই ম্যাচে বড় রান করে ফেললেন কেএল রাহুল। এই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version