Thursday, August 21, 2025

রাহুলের চওড়া ব্যাটে ভর করে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস

Date:

রাহুলের(KL Rahul) ৯৩ রানের ইনিংসের সৌজন্যে আরসিবির বিজয়রথ থামাল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬ উইকেটে জয় তুলে নিল অক্ষর পটেলের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) ১৬৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে তাড়াতাড়ি উইকেট হারালেও, কেএল রাহুলের দক্ষ হাতেই স্বস্তি। বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি বাহিনী। সেইসঙ্গে খানিকটা হলেও চাপ কমল দিল্লি শিবিরের।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) অধিনায়ক অক্ষর পটেল(Axar Patel)। চিন্নাস্বামী স্টেডিয়াম বরাবরই রান সহায়ক। কিন্তু এদিন যেন বোলারদের অপেক্ষাতেই ছিল চিন্নাস্বামীর বাইশ গজ। শুরু থেকেই ছিল বোলারদের দাপট। সেইসঙ্গে মিচেল স্টার্কের(Mitchell Starc) প্রথমেই বিরাট কোহলির উইকেট তুলে নেওয়াটা দিল্লিকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল।

ফিল সল্টকে বাদ দিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার থেকে মিডল অর্ডার, সকলেই ব্যর্থ। বিরাট(Virat Kohli) ফেরেন ২২ রানে। পাতিদার, লিভিংস্টোনদের বেশিক্ষণ ক্রিজে থাকতেই দেননি কুলদীপ যাদব, মোহিত শর্মারা। শেষপর্যন্ত ১৬৩ রানেই থেমে যায় বিরাট ইনিংস। এদিন বিরাটের সামনে ছিল জোড়া রেকর্ডের হাতছানি। সেটাও অবশ্য পূরণ হয়নি তাঁর।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লিও ৫৮ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকেই দলকে সামাল দেওয়া শুরু করেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল(KL Rahul)। কার্যত তিনিই একাই এদিন শেষ করে দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কেএল রাহুল। ৫৩ বলে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর তাতেই সাফল্য। এই নিয়ে চলতি লিগে পরপর দুই ম্যাচে বড় রান করে ফেললেন কেএল রাহুল। এই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...
Exit mobile version