Sunday, November 9, 2025

নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে নামার আগেই অধিনায়ক বদল চেন্নাই সুপার কিংসের(CSK)। আবারও চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্ব ধোনির(MS Dhoni) কাঁধে। কনুইয়ে চিঁড় ধরেছে, আর তাতেই বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad)। আবারও সেই ধোনির হাতেই ব্যাটন তুলে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরই আরও একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। রুতুরাজের কী সত্যিই চোট নাকি একটানা হারের পরই চেন্নাইয়ের অধিনায়ক বদলের সিদ্ধান্ত।

এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে আরসিবির(RCB) কাছে হারের পরই একটা বিশ্রী রেকর্ড করেছে সিএসকে(CSK)। একটানা চার ম্যাচ হেরেছে তারা। আর সেটাই যে পাঁচবারের চ্যাম্পিয়নদের মেনে নেওয়াটা খুবই কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না। যদিও তারা বলছে রুতুরাজের চোট হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। গতবারের আইপিএলেও এমনই চিত্র দেখা গিয়েছিল। রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) হাতে অধিনায়কের দায়িত্ব থাকলেও মাঝপথেই সেই দায়িত্ব উঠেছিল ধোনির হাতে।

এবারও যেন সেই একই ঘটনাক পূণরাবৃত্তি। ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস(CSK)। কিন্তু সম্প্রতি চেন্নাইয়ের সেই গ্রাফ নিম্নমুখী। যদিও সিএসকের তরফে জানানো হয়েছে যে গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে ম্যাচের সময়ই কনুইয়ে বড়সড় চোট পেয়েছিলেন রুতুরাজ। যদিও তারপর কিন্তু দুটো ম্যাচও খেলেছেন সিএসকে অধিনায়ক।

কিন্তু এখন নাকি আর খেলার মতো জায়গায় নেই তিনি। মেডিক্যাল টেস্টের পরই ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এবার ধোনির(MS Dhoni) হাতে সেই দায়িত্ব তুলে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে হঠাৎই ধোনির নেতৃত্বে ফেরাটা যে নাইটদের(KKR) খানিকটা হলেও চাপে ফেলবে তা বলাই যায়। ক্যাপ্টেন কুলের হাত ধরে এবার সিএসকে ফিরে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version