নাইটদের বিরুদ্ধে নামার আগেই সিএসকের অধিনায়ক ধোনি

নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে নামার আগেই অধিনায়ক বদল চেন্নাই সুপার কিংসের(CSK)। আবারও চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্ব ধোনির(MS Dhoni) কাঁধে। কনুইয়ে চিঁড় ধরেছে, আর তাতেই বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad)। আবারও সেই ধোনির হাতেই ব্যাটন তুলে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরই আরও একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। রুতুরাজের কী সত্যিই চোট নাকি একটানা হারের পরই চেন্নাইয়ের অধিনায়ক বদলের সিদ্ধান্ত।

এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে আরসিবির(RCB) কাছে হারের পরই একটা বিশ্রী রেকর্ড করেছে সিএসকে(CSK)। একটানা চার ম্যাচ হেরেছে তারা। আর সেটাই যে পাঁচবারের চ্যাম্পিয়নদের মেনে নেওয়াটা খুবই কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না। যদিও তারা বলছে রুতুরাজের চোট হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। গতবারের আইপিএলেও এমনই চিত্র দেখা গিয়েছিল। রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) হাতে অধিনায়কের দায়িত্ব থাকলেও মাঝপথেই সেই দায়িত্ব উঠেছিল ধোনির হাতে।

এবারও যেন সেই একই ঘটনাক পূণরাবৃত্তি। ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস(CSK)। কিন্তু সম্প্রতি চেন্নাইয়ের সেই গ্রাফ নিম্নমুখী। যদিও সিএসকের তরফে জানানো হয়েছে যে গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে ম্যাচের সময়ই কনুইয়ে বড়সড় চোট পেয়েছিলেন রুতুরাজ। যদিও তারপর কিন্তু দুটো ম্যাচও খেলেছেন সিএসকে অধিনায়ক।

কিন্তু এখন নাকি আর খেলার মতো জায়গায় নেই তিনি। মেডিক্যাল টেস্টের পরই ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এবার ধোনির(MS Dhoni) হাতে সেই দায়িত্ব তুলে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে হঠাৎই ধোনির নেতৃত্বে ফেরাটা যে নাইটদের(KKR) খানিকটা হলেও চাপে ফেলবে তা বলাই যায়। ক্যাপ্টেন কুলের হাত ধরে এবার সিএসকে ফিরে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।