Thursday, August 21, 2025

শুক্রবার মোহনবাগান ক্লাব তাঁবু থেকে টিকিট পাবেন সদস্যরা, ম্যাচ ঘিরে চড়ছে পারদ

Date:

আগামী ১২ এপ্রিল যুবভারতীতে আইএসএলের(ISL) ফাইনাল। বেঙ্গালুরু এফসির(Bengaluru FC) বিরুদ্ধে নামবে  সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচের টিকিট(Ticket) নিয়ে যে উন্মাদনা তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ গত বুধবারই পাওয়া গেছে। মাত্র দু ঘন্টাতেই শেষ হয়ে গিয়েছিল প্রথম দফার টিকিট। সমর্থকরা পেলেও এখনও পর্যন্ত সদস্যরা কিন্তু টিকিট হাতে পাননি। শুক্রবার ক্লাব তাঁবু থেকেই সদস্যদে টিকিট দেওয়া শুরু হবে। সম্ভবত দুপুর ১টা থেকেই শুরু হতে পারে টিকিট দেওয়া।

ফাইনালের মঞ্চে সবকিছুই এফএসডিলের হাতে। শোনাযাচ্ছে সমর্থকদের জন্য অফলাইনে টিকিটের(Ticket) কোনও ব্যাবস্থা নেই। অনলাইনেই(Online) দেওয়া হবে টিকিট। প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তবে দ্বিতীয় দফার টিকিট কবে থেকে দেওয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। তবে সদস্যদের টিকিট মোহনবাগান(MBSG) ক্লাবের পক্ষ থেকে তুলে রাখা হয়েছে। শুক্রবার থেকেই টিকিট কিনতে পারবেন মোহনবাগান সদস্যরা। ফাইনালের আগে যে টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে তাও বেশ স্পষ্ট।

এবারের আইএসএলে(ISL) দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। ইতিমধ্যেই তারা লিগশিল্ড জিতে গেছে। কিন্তু এখনও তাদের কাজ শেষ হয়নি। ফাইনালে পৌঁছনোর পরই সেই কথা জানিয়েছিলেন হোসে মোলিনা(Jose Molina)। ডাবল করতে চান তিনি। গতবার হাবাস পারেননি। এবার হোসে মোলিনা সেটা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

সেইসঙ্গে ঘরের মাঠে ম্যাচ। মোহনবাগানের জন্য গলা ফাটাতে প্রস্তুত সমর্থকরাও। সেই কারণেই তো টিকিট আসতে না আসতেই শেষ হয়ে যাচ্ছে। এখন শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version