Monday, November 3, 2025

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং। শুভমন গিলদের(Shubman Gill) বিরাট ব্যবধানে জয়ের পিছনে অন্যতম কারিগড়ও সাই সুদর্শন(Sai Sudarshan)। এবার তিনিই টপকে গেলেন ক্রিস গেইল(Chris Gayle), কেইন উইলিয়ামসনদের মতো তারকাদের। আইপিএলে(IPL) ৩০টি ইনিংস শেষে সর্বোচ্চ রানের তালিকায় এবার দ্বিতীয় স্থানে উঠে এলেন সাই সুদর্শন। এতদিন ইউনিভার্স বস এই জায়গা নিয়ে থাকলেও, এবার তাঁকেও সরিয়ে দিলেন সাই সুদর্শন। এই মুহূর্তে তাঁর সামনে রয়েছেন শুধু শন মার্শ।

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়েক সুযোগ পেয়েছিল গুজরাট টাইটান্স। সেখানেই বিধ্বংসী মোজাজে ছিলেন সাই সুদর্শন(Sai Sudarshan)। তাঁর ইনিংস রাজস্থানের বিরুদ্ধে শেষ হয়েছিল ৮২ রানে। এই মুহূর্তে ৩০টি ইনিংস শেষে সাই সুদর্শনের রান ১৩০৭। ১৩২৮ রান করে এই মুহূর্তে এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শন মার্শ। সাইয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলে। তাঁর হাত ধরেই কার্যত লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স(Gujarat Titans)।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন সাই সুদর্শন(Sai Sudarshan)। টপ অর্ডারের বাকিরা অবশ্য সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। যদিও গুজরাট টাইটান্সের বড় রানে পৌঁছতে খুব একটা অসুবিধা হয়নি। সাই সুদর্শনের ৮২ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৮টি চার ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। সাই সুদর্শনের এমন পারফর্ম্যান্স নিয়ে উচ্ছ্বসিত সকলে। গুজরাট টাইটান্স(GT) শিবিরেও সাই সুদর্শনকে নিয়ে প্রত্যাশা আরও বাড়তে শুরু করেছে।

ম্যাচের পরই শুভমন গিলের গলায় শোনা গিয়েছিল সাই সুদর্শনের প্রশংসা। আইপিএলের শুরুতেই রেকর্ড গড়লেন। এই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version