নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

বৃহস্পতিবার আইপিএলে(IPL) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেখানেই একাধিক রেকর্ডের সামনে বিরাট কোহলি(Virat Kohli)। টি টোয়েন্টি ক্রিকেট থেকে আইপিএল, দুই জায়গাতেই বিরাট মাইলস্টোন গড়ার থেকে খুব একটা দূরে নেই কিংবদন্তী তারকা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতরান করতে পারলেই টি টোয়েন্টি কেরিয়ারে শততম অর্ধশতরান করার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। এই মুহূর্তে বিরাট কোহলির সামনে রয়েছেন একমাত্র ডেভিড ওয়ার্নার(David warner)। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে অবশ্য তিনিই এই রেকর্ড গড়তে চলেছেন। দিল্লির বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকে বড় রানের আশাতেই সকলে।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যে দুটো অর্ধশতরান করেও ফেলেছেন তিনি। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। এখনও পর্যন্ত এই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর জার্সিতে বিরাট কোহলির রান ১, ৫৯, ৩১, ৭ এবং ৬৭। দুটো অর্ধশতরান ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি। এবার আর একটা অর্ধশতরান প্রয়োজন রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। এখন বিরাট কোহলি আর নতুন রেকর্ডের মধ্যে দুরত্ব মাত্র একটি অর্ধশতরানের। টি টোয়েন্টিতে ৪০৩ ম্যাচ খেলে বিরাট কোহলির অর্ধশতরানের সংখ্যা এই মুহূর্তে ৯৯।

শুধুমাত্র অর্ধশতরানের রেকর্ড নয়। আইপিএলের(IPL) মঞ্চে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড গড়া থেকেও খুব একটা দূরে নেই বিরাট কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিরাট কোহলির প্রয়োজন মাত্র দুটো চার। সেটা করতে পারলেই আইপিএলের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০ টি চারের মালিক হবেন বিরাট কোহলি। ২৪৮টি ম্যাচে বিরাট কোহলির বাউন্ডারির সংখ্যা এখন ৯৯৮। চলতি আইপিএলেও দুরন্ত ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক।

তাঁর ব্যাটে রানও আসতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে ঢুকতে পারেননি বিরাট। আর কয়েক ঘন্টা পরই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই বিরাটের মুকুটে নতুন পালক ওঠে কিনা সেটাই দেখার।