সব টিকিট শেষ, এফএসডিএলের বিরুদ্ধে ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা

চূড়ান্ত ব্যর্থ এফএসডিএল(FSDL)। ক্ষোভে ফুঁসছে মোহনবাগান সমর্থকরা(MB SUPPORTERS)। আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান(MBSG) বনাম বেঙ্গালুরু এফসি(BFC) মহা দ্বৈরথ। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতেই টিকিট শেষ। গত বুধবার প্রথমবার অন লাইনে টিকিট(Ticket) ছাড়া হয়েছিল। কিন্তু ২ ঘন্টার মধ্যেই সেই টিকিট শেষ হয়ে গিয়েছে। শোনাযাচ্ছিল পরের আবার নাকি অন লাইনে টিকিট দেওয়া হতে পারে। কিন্তু বৃহস্পতিবারই টিকিট সব শেষ বলে সরকারিভাবে ঘোষণা করে দিয়েছিল আইএসএলের(ISL) তরফে।

এরপর থেকেই রাগে ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। কান পাতলেও শুধু মোহনবাগান(MB SUPPORTERS) সমর্থকদের টিকিটের হাহাকার শোনাযাচ্ছে। কিন্তু উপায় নেই। এরপরই সোশ্যাল মিডিয়ায় এফএসডিএলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে মোহনহবাগানের ফ্যানস ক্লাবগুলো।
https://x.com/MbcOfficial/status/1910594785787761070

কলকাতায় মোহনবাগানের(MBSG) ম্যাচ মানেই হাউসফুল। সেখানে ফাইনালের আসর। আবার খেলবেমন ম্যাকলরেন(Jamie Maclaren), কামিন্সরা(Jason Cummins)। তাদের খেলা দেখতে পাবেন না বহু সমর্থকরা। এফএসডিএল(FSDL) কিভাবে টিকিট ছেড়েছে তা নিয়েই সরব হয়েছেন সকলে। মোহমবাগানের একটি ফ্যানপেজ থেকে বড়সড় বিবৃতিও দেওয়া হয়েছে।

সেখানে লেখা হয়েছে, “তোমাদের রিলের যখন প্যাসন, আওয়াজ প্রয়োজন হয় তখন আমরা। কিন্তু এবার আমাদের ভুলে গেলে। আমরা ছাড়া তোমাদের সেই ছবিগুলো শুধুই ছবি আর কিছুই নয়। লজ্জা হওয়া উচিত্ এফএসডিএলের”।

কলকাতায় ম্যাচ হলেও এই ম্যাচ কিন্তু মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) হোম ম্যাচ নয়। ফাইনালের ম্যাচের সমস্ত কিছুর দায়িত্বই এফএসডিএলের। টিকিটও তাদের হাতেই। সেই মতোই টিকিট ছেড়েছিল তারা। কিন্তু মোহনবাগান সমর্থকদের বক্তব্য কিন্তু আলাদা। প্রয়োজনে সবসময়ই মাঠ ভরিয়েছেন তারা। তাদের জন্যই গ্যালারী হয়ে উঠত রঙিন। কিন্তু এবার এফএসডিএল তাদেরকেই বাদ দিয়ে দিচ্ছে।

রাগ ক্ষোভ ক্রমশই বাড়ছে মোহনহাগানীদের। ফাইলান ম্যাচের উত্তেজনা ছাপিয়ে এখন টিকিটেক হহাকারই শোনাযাচ্ছে চারিদিকে। যদিও এফএসডিএল নীরব।