Wednesday, August 20, 2025

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাকলরেনের সঙ্গে দিমিত্রিকে দেখতে চান শিশির ঘোষ

Date:

Share post:

শনিবার শহরে মহারণ। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল ফাইনালে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। উত্তেজনার পারদ তুঙ্গে। সেইসঙ্গেই চলছে নানান জল্পনা। বিশেষ করে মোহনবাগানের প্রথম একাদশ কী হতে পারে, কে হবেন জেমি ম্যাকলরেনের সঙ্গী প্রথম একাদশে। এই নিয়েই ননান হিসাব নিকাশ চলছে। এই পরিস্থিতিতেই বিশেষ পরামর্শ প্রাক্তন ফুটবলার শিশির ঘোষের। ফাইনালের যুবভারতীতে জেমি ম্যাকলরেনের সঙ্গে দিমিত্রি পেত্রাতোসকেই(Dimitri Petratos) প্রথম একাদশে দেখতে চান শিশির ঘোষ(Shishir Ghosh)।

এবারের আইএসএলে দিমিত্রি পেত্রাতোসকে(Dimitri Petratos) খুব একটা বেশি প্রথম একাদশে দেখা যায়নি। বারবারউ পরিবর্ত হিসাবে মাঠে নেমেছেন তিনি। যদিও সেটাই হোসে মোলিনার(Jose Molina) বিশেষ স্ট্র্যাটেজি। গোলও পেয়েছেন। লিগশিল্ড তো তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। কিন্তু ফাইনালের চিত্রটা একটু অন্যরকম। শুরু থেকেই চাপে রাখতে হবে প্রতিপক্ষকে। সেই কারণেই স্ট্রাইকার হিসাবে ম্যাকলরেনের(Jamie Maclaren) সঙ্গে দিমিত্রিকে রাখার পরামর্শ এই প্রাক্তন ভারতীয় ফুটবলারের।

শিশির ঘোষের(Shishir Ghosh) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার মনে হয় এই ম্যাচে ম্যাকলরেনের সঙ্গে শুরু থেকেই দিমিত্রিকে খেলানো উচিত্। ওকে অবশ্য বেশিরভাগ ম্যাচেই পরে নামানো হচ্ছে। তবে ও ভালো স্ট্রাইকার তো আমার সেই কারণে মনে হয় ওকে প্রথম একাদশে রাখা উচিত্”।

মোহনবাগানের(MBSG) ফ্রন্টলাইন নিয়ে কোনও সমস্যা না থাকলেও, রক্ষণ নিয়ে কিন্তু খানিকটা চিন্তা রয়েছে এই প্রাক্তন ফুটবলারের। বিশেষকরে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই সাইডব্যাকের দিকেই বাড়তি নজর দিতে হবে বলে মনে করছেন শিশির ঘোষ।

তিনি বলছিলেন, “দুই সাইডব্যাক মোহনবাগানের দুর্বল রয়েছে। অনেকেই বলছেন শুভাশিস ভাল ফর্মে রয়েছেন, গোল করছেন। কিন্তু বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে শুভাশিস নামতে পারছে না। অবশ্যই অধিনায়ক, স্কোর করছে। কিন্তু দুই সাইডব্যাকের দিকেই লক্ষ্য রাখতে হবে বেশি। কারণ মোহনবাগানের গোল করার লোক রয়েছে। কিন্তু একটা গোল খেয়ে গেলে সমস্যা বাড়তেই পারে”।

ফাইনালের মঞ্চে কাওকে এগিয়ে রাখা সম্ভব না হলেও, ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলাটা মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ বলেই মনে করছেন শিশির ঘোষ।

spot_img

Related articles

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার...

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...