বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাকলরেনের সঙ্গে দিমিত্রিকে দেখতে চান শিশির ঘোষ

শনিবার শহরে মহারণ। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল ফাইনালে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। উত্তেজনার পারদ তুঙ্গে। সেইসঙ্গেই চলছে নানান জল্পনা। বিশেষ করে মোহনবাগানের প্রথম একাদশ কী হতে পারে, কে হবেন জেমি ম্যাকলরেনের সঙ্গী প্রথম একাদশে। এই নিয়েই ননান হিসাব নিকাশ চলছে। এই পরিস্থিতিতেই বিশেষ পরামর্শ প্রাক্তন ফুটবলার শিশির ঘোষের। ফাইনালের যুবভারতীতে জেমি ম্যাকলরেনের সঙ্গে দিমিত্রি পেত্রাতোসকেই(Dimitri Petratos) প্রথম একাদশে দেখতে চান শিশির ঘোষ(Shishir Ghosh)।

এবারের আইএসএলে দিমিত্রি পেত্রাতোসকে(Dimitri Petratos) খুব একটা বেশি প্রথম একাদশে দেখা যায়নি। বারবারউ পরিবর্ত হিসাবে মাঠে নেমেছেন তিনি। যদিও সেটাই হোসে মোলিনার(Jose Molina) বিশেষ স্ট্র্যাটেজি। গোলও পেয়েছেন। লিগশিল্ড তো তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। কিন্তু ফাইনালের চিত্রটা একটু অন্যরকম। শুরু থেকেই চাপে রাখতে হবে প্রতিপক্ষকে। সেই কারণেই স্ট্রাইকার হিসাবে ম্যাকলরেনের(Jamie Maclaren) সঙ্গে দিমিত্রিকে রাখার পরামর্শ এই প্রাক্তন ভারতীয় ফুটবলারের।

শিশির ঘোষের(Shishir Ghosh) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার মনে হয় এই ম্যাচে ম্যাকলরেনের সঙ্গে শুরু থেকেই দিমিত্রিকে খেলানো উচিত্। ওকে অবশ্য বেশিরভাগ ম্যাচেই পরে নামানো হচ্ছে। তবে ও ভালো স্ট্রাইকার তো আমার সেই কারণে মনে হয় ওকে প্রথম একাদশে রাখা উচিত্”।

মোহনবাগানের(MBSG) ফ্রন্টলাইন নিয়ে কোনও সমস্যা না থাকলেও, রক্ষণ নিয়ে কিন্তু খানিকটা চিন্তা রয়েছে এই প্রাক্তন ফুটবলারের। বিশেষকরে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই সাইডব্যাকের দিকেই বাড়তি নজর দিতে হবে বলে মনে করছেন শিশির ঘোষ।

তিনি বলছিলেন, “দুই সাইডব্যাক মোহনবাগানের দুর্বল রয়েছে। অনেকেই বলছেন শুভাশিস ভাল ফর্মে রয়েছেন, গোল করছেন। কিন্তু বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে শুভাশিস নামতে পারছে না। অবশ্যই অধিনায়ক, স্কোর করছে। কিন্তু দুই সাইডব্যাকের দিকেই লক্ষ্য রাখতে হবে বেশি। কারণ মোহনবাগানের গোল করার লোক রয়েছে। কিন্তু একটা গোল খেয়ে গেলে সমস্যা বাড়তেই পারে”।

ফাইনালের মঞ্চে কাওকে এগিয়ে রাখা সম্ভব না হলেও, ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলাটা মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ বলেই মনে করছেন শিশির ঘোষ।