Sunday, August 24, 2025

বিল বকেয়া থাকলেও দেহ আটকাতে পারবে না বেসরকারি হাসপাতাল, বড় সিদ্ধান্ত রাজ্যের 

Date:

Share post:

বেসরকারি হাসপাতালের লম্বা বিলের কারণে রোগীর পরিবার-পরিজনদের সমস্যায় পড়ার কথা নতুন নয়,এমনকি রোগীর মৃত্যু হয়ে গেলেও বিল বকেয়া থাকার কারণে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। এবার থেকে এই ধরনের অনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার (Govt of WB)। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (State Health Regulatory Commission) কড়া বার্তা দিয়ে জানিয়েছে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিলের টাকা সম্পূর্ণ দেওয়া না হলেও মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া বাধ্যতামূলক। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিয়ম চালু হতে চলেছে।

রোগী মৃত্যুর পরও বিলের সম্পূর্ণ টাকা না দিতে পারার জন্য বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণ যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে। এবার কড়া পদক্ষেপের পথে যাচ্ছে রাজ্য। স্বাস্থ্য কমিশনের সচিব জানিয়েছেন, একাধিক বেসরকারি হাসপাতালে অসহায় রোগীর পরিবার তাঁদের কাছে এই সংক্রান্ত অভিযোগ করেন। এবার থেকে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকমের অজুহাত সহ্য করা হবে না। তিনি আরও বলেন কোনও মুমূর্ষ রোগী বেসরকারি নার্সিংহোমে এলে প্রথমেই দেখা যায় অযথা অসংখ্য টেস্ট করানো হচ্ছে। এর ফলে বিলের বোঝা বাড়তে থাকে। স্বাস্থ্য কমিশনের বার্তার পর বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রশ্ন, যদি এই ধরনের নির্দেশিকা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে তো রোগীর পরিজনরা পরবর্তীতে আর টাকা দিতে চাইবেন না। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় (Asim Kumar Banerjee) জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের এই নিয়ে আশঙ্কা করার কিছু নেই। কারণ বকেয়া টাকা আদায়ের জন্য নতুন আইন তৈরি হচ্ছে। তাই বলে মানবিকতার দায় এড়ানো যায় না।

 

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...