Monday, January 12, 2026

বিল বকেয়া থাকলেও দেহ আটকাতে পারবে না বেসরকারি হাসপাতাল, বড় সিদ্ধান্ত রাজ্যের 

Date:

Share post:

বেসরকারি হাসপাতালের লম্বা বিলের কারণে রোগীর পরিবার-পরিজনদের সমস্যায় পড়ার কথা নতুন নয়,এমনকি রোগীর মৃত্যু হয়ে গেলেও বিল বকেয়া থাকার কারণে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। এবার থেকে এই ধরনের অনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার (Govt of WB)। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (State Health Regulatory Commission) কড়া বার্তা দিয়ে জানিয়েছে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিলের টাকা সম্পূর্ণ দেওয়া না হলেও মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া বাধ্যতামূলক। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিয়ম চালু হতে চলেছে।

রোগী মৃত্যুর পরও বিলের সম্পূর্ণ টাকা না দিতে পারার জন্য বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণ যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে। এবার কড়া পদক্ষেপের পথে যাচ্ছে রাজ্য। স্বাস্থ্য কমিশনের সচিব জানিয়েছেন, একাধিক বেসরকারি হাসপাতালে অসহায় রোগীর পরিবার তাঁদের কাছে এই সংক্রান্ত অভিযোগ করেন। এবার থেকে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকমের অজুহাত সহ্য করা হবে না। তিনি আরও বলেন কোনও মুমূর্ষ রোগী বেসরকারি নার্সিংহোমে এলে প্রথমেই দেখা যায় অযথা অসংখ্য টেস্ট করানো হচ্ছে। এর ফলে বিলের বোঝা বাড়তে থাকে। স্বাস্থ্য কমিশনের বার্তার পর বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রশ্ন, যদি এই ধরনের নির্দেশিকা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে তো রোগীর পরিজনরা পরবর্তীতে আর টাকা দিতে চাইবেন না। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় (Asim Kumar Banerjee) জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের এই নিয়ে আশঙ্কা করার কিছু নেই। কারণ বকেয়া টাকা আদায়ের জন্য নতুন আইন তৈরি হচ্ছে। তাই বলে মানবিকতার দায় এড়ানো যায় না।

 

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...