Monday, August 25, 2025

বিল বকেয়া থাকলেও দেহ আটকাতে পারবে না বেসরকারি হাসপাতাল, বড় সিদ্ধান্ত রাজ্যের 

Date:

বেসরকারি হাসপাতালের লম্বা বিলের কারণে রোগীর পরিবার-পরিজনদের সমস্যায় পড়ার কথা নতুন নয়,এমনকি রোগীর মৃত্যু হয়ে গেলেও বিল বকেয়া থাকার কারণে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। এবার থেকে এই ধরনের অনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার (Govt of WB)। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (State Health Regulatory Commission) কড়া বার্তা দিয়ে জানিয়েছে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিলের টাকা সম্পূর্ণ দেওয়া না হলেও মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া বাধ্যতামূলক। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিয়ম চালু হতে চলেছে।

রোগী মৃত্যুর পরও বিলের সম্পূর্ণ টাকা না দিতে পারার জন্য বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণ যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে। এবার কড়া পদক্ষেপের পথে যাচ্ছে রাজ্য। স্বাস্থ্য কমিশনের সচিব জানিয়েছেন, একাধিক বেসরকারি হাসপাতালে অসহায় রোগীর পরিবার তাঁদের কাছে এই সংক্রান্ত অভিযোগ করেন। এবার থেকে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকমের অজুহাত সহ্য করা হবে না। তিনি আরও বলেন কোনও মুমূর্ষ রোগী বেসরকারি নার্সিংহোমে এলে প্রথমেই দেখা যায় অযথা অসংখ্য টেস্ট করানো হচ্ছে। এর ফলে বিলের বোঝা বাড়তে থাকে। স্বাস্থ্য কমিশনের বার্তার পর বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রশ্ন, যদি এই ধরনের নির্দেশিকা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে তো রোগীর পরিজনরা পরবর্তীতে আর টাকা দিতে চাইবেন না। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় (Asim Kumar Banerjee) জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের এই নিয়ে আশঙ্কা করার কিছু নেই। কারণ বকেয়া টাকা আদায়ের জন্য নতুন আইন তৈরি হচ্ছে। তাই বলে মানবিকতার দায় এড়ানো যায় না।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version