স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট (SC)। সিপিএম- বিজেপির চক্রান্ত করে এত মানুষের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল। শুক্রবার বাংলা জুড়ে পথে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)।

বিরোধীদের দায়ের করা একের পর এক মামলা আর সুপ্রিম রায় পরবর্তী প্ররোচনায় অসহায় অবস্থা চাকরিহারাদের। শিক্ষক- অশিক্ষক কর্মীদের নিয়ে রাজনীতি শুরু করেছে রাম-বাম। চক্রান্ত করে যেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আগেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার (Govt of WB)। আজ বিকাশ ভবনে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। জট কাটার ব্যাপারে আশাবাদী ব্রাত্য বসু। এর পাশাপাশি আজ রাজ্য জুড়ে সিপিএম বিজেপির ষড়যন্ত্রের বিরোধিতা করে ব্লকে ব্লকে প্রতিবাদে নামবেন ঘাসফুলের কর্মী সমর্থকেরা। যোগ দেবেন সাধারণ মানুষ এবং চাকরিহারাদের একাংশ।

–

–


–

–

–

–

–

–

–

–
–