Sunday, August 24, 2025

যুবভারতীতে উচ্ছ্বাস। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান(MBSG)। দ্বিমুকুট মাথায় উঠতেই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের( MAMATA BANERJEE)। এক্স হ্যান্ডেলে নিজের শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থেকেও এদিন দুরন্ত জয় মোহনবাগানের(MBSG)। কামিন্স এবং জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) গোলেই অবশেষে স্বপ্নপূরণ সবুজ-মেরুণ ব্রিগেডের। সেইসঙ্গেই যুবভারতীতে সুরু উচ্ছ্বাস। সবুজ-মেরুণ আবির, মশালে এদিন ঢেকে গেল যুবভারতী স্টেডিয়াম। এবার সামনে সুপার কাপ(super cup)। ক্রিমুকুট হয় কিনা সেটাই দেখার।

এদিন মোহনবাগানের জয়ের পরই সোশ্যাল মিডিয়াতে তাদেরকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলার দল মোহনবাগানের জন্য আজ আমরা গর্বিত। ইন্ডিয়ান সুপার লিগে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। এই জয় অসাধারণ। আমরা সকলেই গর্বিত”।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু দিকেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান। পেনাল্টি আদায় করে দেন জেমি ম্যাকলরেন। জেসন কামিংস(Jason Cummings) গোল করতে কোনও ভুল করেননি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ছিল মোহনবাগান। সেই জেমি ম্যাকলরেন। আর তাতেই সাফল্য। তাঁর দুরন্ত গোলেই জয় নিশ্চিত হয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেডের।

এরপর থেকে শুধুই ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় সমস্ত মোহনবাগান সমর্থকরা। গ্যালারী থেকে ততক্ষণে আওয়াজ উঠে গিয়েছে জয় মোহনবাগান স্লোগানের। ম্যাচ শেষ হতেই শুরু উচ্ছ্বাস। চ্যাম্পিয়ন দল হিসাবে এদিনই মোহনবাগান পেল ৬ কোটি টাকা পুরস্কার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version