Thursday, December 18, 2025

প্রথম চাকরি পেলেই প্রকল্পের টাকা: ডাহা ফেল মোদির প্রতিশ্রুতি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতিই সার। বছর ঘুরে গেল, চালু হল না প্রকল্প, পড়ে রইল টাকা। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার পর ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ’ (Employment Linked Incentive) প্রকল্প আজও দিনের আলো দেখল না।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে প্রচারসর্বস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বড় মুখ করে ঘোষণা করেছিলেন, বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলে উৎসাহ-ভাতা দেবে তাঁর সরকার। সেইমতো গত ২০২৪-২৫ আর্থিক বাজেটে ওই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ১০ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে ঘোষণা করেছিলেন, শুধু কর্মীদেরই নয়, নিয়োগ কর্তাদেরও সাহায্য করা হবে। কিন্তু সেই প্রকল্প কার্যকর হয়নি। বরাদ্দ টাকাও পড়ে রইল।

এই মর্মে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এক হাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু’ কোটি কর্মসংস্থান। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাও ভাঁওতা। এবার সংসদে দাঁড়িয়ে ঘোষণা করা প্রকল্প রূপায়ণেও ব্যর্থ হল মোদি সরকার। আসলে মোদির প্রতিশ্রুতি ‘জুমলা’। সোশ্যাল মিডিয়ার ‘এক্স’ হ্যান্ডেলে রাহুল গান্ধী সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর প্রশ্ন, ২০২৪ সালে ভোটের পর ঢাক পিটিয়ে ঘোষণা করা হয়েছিল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ (Employment Linked Incentive)। সেখানে বেকার যুবকদের চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেজন্য উৎসব ভাতা দেবে সরকার। সাহায্য করবে নিয়োগকর্তাদেরও। কিন্তু কোথায় কী! ১০ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার পর বছর পার হয়ে গেল, কিন্তু প্রকল্প চালু হল না। এই তো নরেন্দ্র মোদি সরকারের অবস্থা।

রাহুলের সাফ কথা, শুধুমাত্র কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ তৈরি করলেই হবে না। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও জোর দিতে হবে। এই সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করছে না।

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...