Wednesday, January 14, 2026

অস্কারের সঙ্গে ঝামেলা ক্লেটনের, ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা

Date:

Share post:

সুপার কাপের প্রস্তুতির মাঝেই ইস্টবেঙ্গল(Eastbengal) কোচের সঙ্গে মনমালিন্য ক্লেটন সিলভার(Cleiton Silva)। অন্তত রবিবারের প্রস্তুতিতে তো সেই ছবিই ফুটে উঠছে। চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচের শুরুর দিকেই কোচের সঙ্গে তুমুল ঝামেলা ইস্টবেঙ্গলের ব্রাজিলিয় তারকা ফুটবলার ক্লেটন সিলভার। মাত্র ৩০ সেকেন্ডের জন্য ম্যাচে নামলেন তিনি। কোচের সঙ্গে ঝামেলার পরই মাঠ ছেড়ে বেড়িয়ে যান ক্ষুব্ধ ক্লেটন সিলভা। আর তাতেই সুপার কাপের আগে ইস্টবেঙ্গল শিবিরের অন্দরমহল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আইএসএলে চূড়ান্ত ব্যর্থ লাল-হলুদ বাহিনী। সুপার কাপ দিয়েই ঘুরে দাঁড়াতে চান অস্তার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই প্রস্তুতিও চলছে। কিন্তু তারই মাঝে কোচের সঙ্গে ঝামেলা ক্লেটন সিলভার(Cleiton Silva)। ম্যাচের শুরুর দিকেই কিছু নির্দেশ দিচ্ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। আর সেটাই নাকি শুনতে চাননি ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয় তারকা ফুটবলার। শোনাযাচ্ছে কোচের কথা না শুনে নিজের মতোই খেলতে চেয়েছিলেন ক্লেটন সিলভা। এরপরই দুজনের মধ্যে মাঠেই ঝামেলা শুরু হয়ে যায়। মাথা গরম করে সেই মুহূর্তেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান ক্লেটন সিলভা।

সুপার কাপের(Super Cup) আগে দলের অন্দরে এমন ঝামলে যে ইস্টবেঙ্গলের(Eastbengal) চাপ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ক্লেটনের এমন ব্যবহার কোচ অস্কারও(Oscar Bruzon) কিন্তু খুব একটা ভাল চোখে দেখছেননা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। যদিও ক্লেটন ছাড়া বাকিরা সকলেই এদিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন। ১-০ গোলে প্রস্তুতি ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

কিন্তু এতকিছুর মধ্যেও একটা অস্বস্তি যেন রয়েই গেল লাল-হলুদের অন্দরমহলে। আর সেই অস্বস্তির নাম এখন ক্লেটন সিলভা। যদিও এই মরসুমের পরই হয়ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়়ান্ত করে ফেলতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

spot_img

Related articles

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...