Friday, December 19, 2025

সঞ্জীব গোয়েঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে আবেগতাড়িত চিঠি টুটু বোসের

Date:

Share post:

বাংলার প্রথম দল তারা। আইএসএলের মঞ্চে দ্বিমুকুট জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। এমন সফল্যের পরই মোহনবাগান এসজির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে(Sanjiv Goenka) শুভেচ্ছা জানিয়ে এক আবেগতাড়িত চিঠি লিখলেন মোহনবাগানের সভাপতি টুটু বোসের(TUTU BOSE)। মোহনবাগান এবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সেই চ্যাম্পিয়নশিপের দল গঠনের পিছনে সঞ্জীব গোয়েঙ্কার অবদান যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তাঁর সবুজ-মেরুনের(Green and Maroon) প্রতি ভালোবাসা। সেটাই যেন আপ্লুত করেছে স্বপন সাধন বসুকে(TUTU BOSE)। সেই জন্য ম্যাচের ২৪ ঘন্টা পরই সই নেপথ্য কারিগড়কে এক আবেগতাড়িত চিঠি দিলেন তিনি।

সঞ্জীব গোয়েঙ্কাকে(Sanjiv Goenka) যোগ্য নেতা বলেই সম্বোধন করলেন তিনি। আর তাঁর নেতৃত্বে গোটা দল যেভাবে এগিয় গিয়েছে তার অনুভূতিই টুটু বোসের(TUTU BOSE) কাছে অন্যতম। দলের প্রত্যেকের পারফর্ম্যান্সেই তিনি উচ্ছ্বসিত। তিনি সবসময়ই বলেন মোহনবাগানের বাইরে তাঁর কাছে কিছু নেই। এমন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে গোটা দল তো বটেই, সঞ্জীব গোয়েঙ্কাকে বিশেষ করে শুভেচ্ছা জানালেন টুটু বোস।

তিনি চিঠিতে লিখেছেন, “আমাদের মোহনবাগান ফুটবল দল আইএসএলে ঐতিহাসিক দ্বিমুকুট জিতেছে, সেটা দেখতে পাওয়াটাই গর্বের। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ধারাবাহিকতা। আর সেটা আসে প্যাশন, উদ্যম এবং একটা সঠিক দৃষ্ঠিভঙ্গি থেকে। লিগ শিল্ড এবং ট্রফি, এমন একটা অসাধারণ সাফল্যের জন্য আমি আপনাকে হার্দিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি”।

তিনি আরও জানিয়েছেন, “এই অসাধারণ পারফরম্যান্স এবং সাফল্য আসার অন্যতম প্রধান কারণ হল আপনার অটুট ডেডিকেশন, নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধতা, যা মোহনবাগানকে ভারতীয় ফুটবলে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে গিয়েছে। এমন একটা ফুটবল দল তৈরির পিছনে আপনার অবদান অনস্বীকার্য। সঠিক পরিবেশ থেকে পরিকাঠামা পাওয়ায় ফুটবলাররা শুধু ক্লাবের মানই বাড়াননই, এটা আমাদের সমর্থকদের কাছেও একটা গর্বের জায়গা করে নিয়েছে। আজ তাদের সকলের মুখে হাসি ফুটেছে, এটা ট্রফি জয়ের থেকেও বড়। আপনি যা অর্জন করেছেন তা আজীবন সমস্ত সবুজ-মেরুন ভক্তদের হৃদয়ে থেকে যাবে এবং এটা মোহনবাগানের ইতিহাসে অন্যতম একটা অঙ্গ হয়ে উঠেছে । এছাড়াও আপনার যোগ্য নেতৃত্বে এগিয়ে চলা ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে টিম ম্যানেজমেন্ট, সকলকেই লিগশিল্ড এবং আইএসএল জেতার জন্য আন্তরিক শুভেচ্ছা”।

এবারের মোহনবাগানের দল গঠন নিয়ে প্রথম থেকেই সকলের মুখে ছিল সুখ্যাতি। জেমি ম্যাকলরেন(Jamie Maclaren), টম অলড্রেড, অ্যালবার্তো রডরিগেজদের মতো নতুন ফুটবলারদের আনা। সেইসঙ্গে হোসে মোলিনার(Jose Molina) মতো কোচকে নিয়ে আসা। প্রথম দিন থেকেই সঞ্জীব গোয়েঙ্কার দল গঠনের পিছনে অবদানের কথা সকলের মুখে শোনাযাচ্ছিল। সমস্ত পরিস্থতিতেই দলের পাশে থেকেছেন। তাই মোহনবাগানের এমন সাফল্যের পর সঞ্জীব গোয়েঙ্কাকেই(Sanjiv Goenka) বিশেষ বার্তা দিয়েছেন টুটু বোস।

শনিবার রাতে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই বাধনহারা উল্লাসে মেতেছিল মোহন জনতা। উৎসবের মেজাজে ছিলেন মোহনবাগান ফুটবলাররা। হবে নাই বা কেন, মোহনবাগান যে দ্বিমুকুট জিতেছে। এবার সামনে রয়েছে সুপার কাপ। ত্রিমুকুট হলে যে মোহনবাগান ইতিহাসেরক পাতায় চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...