চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। অবশেষে স্বপ্নপূরপণ। তিনি তৃপ্ত। এদিন সবচেয়ে সুখি মানুষটার নাম শুভাশিস বোস(Subhasish bose)। বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই নিজের অভিব্যক্তি আর ধরে রাখতে পারলেন না মোহনবাগান অধিনায়ক। ম্যাচ শেষেই উচ্ছ্বাসে গা ভাসালেন তিনিও। সেইসঙ্গেই নিজেকেই এই মুহূর্তে সবচেয়ে সুখি মানুষও বলছেন শুভাশিসও। আইএসএল লিগশিল্ড, আইএসএল ট্রফি(ISL TROPHY)। দুটোই জেতা হয়ে গিয়েছে। এবার সামনে রয়েছে সুপার কাপ। নিজে হাতে সেই ট্রফিটাও এবার হয়ত ধরতে চান মোহনবাগান(MBSG) অধিনায়ক।

গতবার শিল্ড জিতেছিল। ফাইনালেও পৌঁছেছিল। কিন্তু জিততে পারেনি। সেই আক্ষেপটা এবারও বয়ে বেড়াচ্ছিল শুভশিসের(Subhasish Bose)। যখনই কথা বলতেন সেই অতীত যেন তাঁর সামনে এসে দাঁড়াত। শোনাযেত এই আক্ষেপের কথা। অবশেষে সেটা মিটল। হোসে মোলিনার(Jose Molina) নিখুঁত পরিকল্পনা। আর মাঠে নেমে শুভাশিসের নেতৃত্ব। রক্ষণ সামলেছেন যেমন। তেমনই দলের কঠিন পরিস্থিতিতে গোল করে ত্রাতাও হয়েছেন। ম্যাচ শেষে এদিন তৃপ্ত।

ম্যাচের পরই শুভাশিস বলছিলেন, “এদিন সবচেয়ে সুখি মানুষটা আমি। আমরা ডাবল করেছি। আমি সত্যিই আপ্লুত”।

একদিকে যেমন গোল করতে হবে। তেমনই আবার বজায় রাখতে হবে ক্লিনশিটও। সেভাবেই তাদের নিখুঁত ব্লুপ্রিন্ট সাজিয়ে দিতেন স্প্যানিশ কোচ। আর তাতেই সাফল্য। মাঠের সেলিব্রেশন তো হল। এবার বাকি সেলিব্রেশনটা হোটেলের জন্যই তোলা রয়েছে মোহনবাগানের(MBSG)। চ্যাম্পিয়ন হয়ে হোটেলে ফেরার পরই শুরু নতুন সেলিব্রেশন। হবে নাই বা কেন আজকের দিনটাই তো মোহনবাগানীদের।



–


–

–

–

–
–

–

–