Friday, January 9, 2026

আইন হাতে তুলে নেবেন না: অনুমতিসহ শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মাটিতে ধর্মীয় উস্কানি দিয়ে অশান্তি বাধানোর প্রচেষ্টায় বিরোধীদের কোনও বিরাম নেই। বাংলা নতুন বছর শুরুর প্রাক্কালে রাজ্যের একাংশে সেই উস্কানির রাজনীতি চালিয়ে যাচ্ছে বিরোধীরা। তবে সেই উস্কানিতে পা দিয়ে নিজেরা অশান্তিতে জড়িয়ে পড়া থেকে রাজ্যের মানুষকে বিরত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় যেভাবে সর্বধর্মের সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ রক্ষিত হয়, তা রক্ষা করার কথা রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দেন তিনি।

বাংলা নববর্ষের আগের দিন কালীঘাটের নবনির্মিত স্কাইওয়াকের (skywalk) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলের নেতারা সেই সম্প্রীতি বিনষ্ট করতে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে বাকি রাখেন না। কালীঘাটে সোমবার সেকথাও স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) উল্লেখ করেন, আমরা সবাই সব উৎসবে মিলিত হই। আমি অন্য অনুষ্ঠানে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়। আমার পদবীও বদলে দেওয়া হয়।

বিরোধীদের এই নিকৃষ্ট রাজনীতির উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কারা এসব করে? ধর্ম নিয়ে অধার্মিক আচরণ করতে নেই। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না।

সব ধর্মের পাশে দাঁড়াতে রাজ্যের প্রশাসন বদ্ধ-পরিকর। সেই সঙ্গে ধর্ম নিয়ে প্ররোচনায় পা দিয়ে অশান্তি তৈরি থেকে বিরত থাকারও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, যদি কারো উপর কোনও আঘাত আসে আমরা তাদের সকলের পাশে দাঁড়াই। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে সবার – অনুমতি সহকারে। সে যেই হোক। আইন (law) কখনও হাতে তুলে নেবেন না। আইনের জন্য আইনের রক্ষক আছে। আইনের (law) ভক্ষক দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা (instigation) দেবে কোনও ব্যাপারে। কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠাণ্ডা রাখে তারই তো আসল জয় হয়।

spot_img

Related articles

মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দিলে মোদি-শাহ গদি ছাড়ো: হুঙ্কার অভিষেকের

নদিয়ার তাহেরপুর। মতুয়াদের (Matua) বসবাস বেশি। আর সেখানেই দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে মোদি-শাহ-সহ বিজেপি (BJP) সাংসদদের ধুয়ে দিলেন তৃণমূলের...

চিন্নাস্বামী স্টেডিয়ামে নয়, আসন্ন আইপিএলে দুর্গ বদল বিরাটদের

কয়েক মাস পরই শুরু হবে আইপিএল(IPL)। নিলামে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে। আসন্ন আইপিএলে(IPL) চিন্নাস্বামী স্টেডিয়ামেও (Chinnaswamy Stadium)...

বিজেপির ঔদ্ধত্যকে ধিক্কার! সাংসদদের সঙ্গে লজ্জাজনক আচরণের নিন্দায় মুখ্যমন্ত্রী

গণতন্ত্রকে বিজেপি ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে। রাজধানীর বুকে যেভাবে জনপ্রতিনিধিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, তাকে ধিক্কার। কেন্দ্রের...

বারুইপুরের পরে তাহেরপুর: ফের ব়্যাম্পে ‘ভূত’ হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা অভিষেকের

বারুইপুরের পরে তাহেরপুর- সভামঞ্চে ফের ‘ভূতদের’ হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার, রণসংকল্প...