মনরেগার অধীনে ১০০ দিনের কাজ প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে সারা দেশে সমীক্ষা করা হোক, মোদি সরকারের কাছে দাবি জানাল গ্রামোন্নয়ন মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি৷ একইসঙ্গে এই সংসদীয় কমিটির তরফে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে মনরেগার মজুরি বৃদ্ধি নিয়েও৷ সাংসদ সপ্তগিরি উলকার নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটির সুপারিশ হল, ১০০ দিনের কাজের সময়সীমা বাড়িয়ে অবিলম্বে একটি বছরে ন্যূনতম ১৫০ দিনের কাজের গ্যারান্টি দিক মোদি সরকার৷ একইসঙ্গে কমিটির তরফে দাবি জানানো হয়েছে এই কাজের জন্য ন্যূনতম মজুরির পরিমাণ করা হোক দিন প্রতি ৪০০ টাকা৷ দেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে মনরেগা প্রকল্পের অধীনে ন্যূনতম কাজের পরিধি ও তার মজুরি বৃদ্ধি করলে উপকৃত হবে দরিদ্র শ্রেণির অগণিত প্রতিনিধি, তাদের জীবনে সামান্য হলেও অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে, সাফ জানানো হয়েছে কমিটির সুপারিশে৷

উল্লেখ্য, ‘সোশাল অডিট’-এর মাধ্যমে সারা দেশে মনরেগা প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখা হলে আগামী দিনে এই প্রকল্পকে আরও কার্যকরী করে তোলা সম্ভব হবে বলে মনে করে কমিটি৷ কমিটিই মনরেগা প্রকল্পে বাংলার বকেয়া টাকা না দেওয়ার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করেছিল৷


আরও পড়ুন – বহিরাগতদের থেকে মন্দির রক্ষার দায়িত্বে মুসলিমরাই, শান্তি ফেরাতে বাড়ল গ্রেফতারি

_


_

_

_

_

_

_

_

_