Sunday, November 23, 2025

সৌরভেই ভরসা আইসিসির, আবারও তিনিই ক্রিকেট কমিটির প্রধান

Date:

Share post:

আইসিসি(ICC) পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদেই রইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বেশ কয়েকদিন আগেই আইসিসির বৈঠক হয়ে গিয়েছে। সেখানেই সিদ্ধান্তটা কার্যত হয়ে গিয়েছিল। এবার সরাকারীভাবে ঘোষণা হল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) ওপরই সেই ভরসা রাখল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নন। সেই কমিটিতে তাঁর সঙ্গেই রইলেন ভিভিএস লক্ষ্মণও(VVS Laxman)। আইপিএলের মাঝে এই খবর সৌরভ ভক্তদের কাছে যে একটা বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না।

২০২১ সালে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির(ICC) চেয়ারম্যান হিসাবে এসেছিলেন সৌরভ। সেইসঙ্গেই নিজের দায়িত্বে দক্ষতার পরিচয় দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সমস্ত দিক বিচার করেই সেই সৌরভের(Sourav Ganguly) ওপরই আস্থা রাখল আইসিসি। আগমী দিনেও সৌরভের নেতৃত্বাধীন এই কমিটি ক্রিকেটের সম্প্রসারণে বিশেষ ভূমিকা নেবে বলেই আশাবাদী আইসিসি।

ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন বহু সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। টিম ইন্ডিয়াকে নতুন পথও দেখিয়েছিলেন তিনি। ক্রিকেটের পাশাপাশি প্রশাসক হিসাবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সিএবি সভাপতির পদ যেমন সামলেছেন। তেমনই বিসিসিআইয়ের(bcci) সভাপতির পদও সামলেছেন সাফল্যের সঙ্গে। যদিও এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের কোনও পদেই নেই সৌরভ। তবে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে তিনি অনিল কুম্বলের(Anil Kumble) পর থেকেই রয়েছেন।

সম্প্রতি তাঁর নেতৃত্বাধীন কমিটি বহু সিদ্ধান্তও নিয়েছে। পুরুষদের ক্রিকেটকে আরও উন্নত কেমনভাবে করা যায় সেই নিয়েই মূলত কাজ করে এই কমিটি। সেখানেই ফের একবার আইসিসির ভরসা প্রাক্তন ভারত অধিনায়ক।

আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে। তার আগে আরও কী কী নতুন সিদ্ধান্ত সৌরভের নেতৃত্বাধীন আইসিসির(ICC) কমিটি নেয় , সেটাই দেখার।

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...