Wednesday, November 5, 2025

সৌরভেই ভরসা আইসিসির, আবারও তিনিই ক্রিকেট কমিটির প্রধান

Date:

আইসিসি(ICC) পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদেই রইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বেশ কয়েকদিন আগেই আইসিসির বৈঠক হয়ে গিয়েছে। সেখানেই সিদ্ধান্তটা কার্যত হয়ে গিয়েছিল। এবার সরাকারীভাবে ঘোষণা হল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) ওপরই সেই ভরসা রাখল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নন। সেই কমিটিতে তাঁর সঙ্গেই রইলেন ভিভিএস লক্ষ্মণও(VVS Laxman)। আইপিএলের মাঝে এই খবর সৌরভ ভক্তদের কাছে যে একটা বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না।

২০২১ সালে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির(ICC) চেয়ারম্যান হিসাবে এসেছিলেন সৌরভ। সেইসঙ্গেই নিজের দায়িত্বে দক্ষতার পরিচয় দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সমস্ত দিক বিচার করেই সেই সৌরভের(Sourav Ganguly) ওপরই আস্থা রাখল আইসিসি। আগমী দিনেও সৌরভের নেতৃত্বাধীন এই কমিটি ক্রিকেটের সম্প্রসারণে বিশেষ ভূমিকা নেবে বলেই আশাবাদী আইসিসি।

ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন বহু সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। টিম ইন্ডিয়াকে নতুন পথও দেখিয়েছিলেন তিনি। ক্রিকেটের পাশাপাশি প্রশাসক হিসাবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সিএবি সভাপতির পদ যেমন সামলেছেন। তেমনই বিসিসিআইয়ের(bcci) সভাপতির পদও সামলেছেন সাফল্যের সঙ্গে। যদিও এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের কোনও পদেই নেই সৌরভ। তবে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে তিনি অনিল কুম্বলের(Anil Kumble) পর থেকেই রয়েছেন।

সম্প্রতি তাঁর নেতৃত্বাধীন কমিটি বহু সিদ্ধান্তও নিয়েছে। পুরুষদের ক্রিকেটকে আরও উন্নত কেমনভাবে করা যায় সেই নিয়েই মূলত কাজ করে এই কমিটি। সেখানেই ফের একবার আইসিসির ভরসা প্রাক্তন ভারত অধিনায়ক।

আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে। তার আগে আরও কী কী নতুন সিদ্ধান্ত সৌরভের নেতৃত্বাধীন আইসিসির(ICC) কমিটি নেয় , সেটাই দেখার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version