Wednesday, August 20, 2025

ন্যাশানাল হেরাল্ডের আর্থিক তছরুপ মামলায় এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। মামলার চার্জশিট (chargesheet) পেশ করা হল মঙ্গলবার। আর সেই চার্জশিটের নাম রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (SOnia Gandhi)। এই প্রথমবার তাঁদের নামে কোন চার্জশিট ফাইল হল।

শনিবারই ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ৬৬১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার বিজ্ঞপ্তি জারি করেছিল ইডি। কংগ্রেসের তরফ থেকে সেই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছিল। এবার কংগ্রেসের বিরুদ্ধে তার থেকেও বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্তিম চার্জশিটে সোনিয়া (Sonai Gandhi) ও রাহুলের (Rahul Gandhi) নাম থাকাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত (political vendetta) বলে দাবি কংগ্রেসের। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী সম্পূর্ণ পাগল হয়ে গিয়ে এই ধরনের চার্জশিট দাখিল করেছে।

মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে চার্জশিট ফাইল করে ইডি (ED)। চার্জশিটে সোনিয়া এবং রাহুলের পাশাপাশি নাম রয়েছে ওভারসিজ কংগ্রেসের প্রধান শ্যাম পিত্রোদারও (Sam Pitroda)। নাম রয়েছে সুমন দুবের। এই মামলায় আদালত ইডির কেস ডায়েরি তলব করেছে। মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল।

সোনিয়া ও রাহুলের নামে চার্জশিট এমন দিনে পেশ করা হল যেদিন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর  স্বামী রবার্ট ভদ্রকে (Robert Vadra) জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। হরিয়ানার রিয়াল এস্টেট সম্পত্তির আর্থিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। তিনিও গোটা জিজ্ঞাসাবাদ ও তদন্ত পর্বকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version