বারপুজোয় নতুন শপথ মোহনবাগান সচিবের, উচ্ছ্বসিত দীপেন্দু বিশ্বাস

আইএসএলে দ্বিমুকুট জয়। কয়েকদিন আগেই মেহনবাগান সচিব ঘোষণা করেছিলেন যে নববর্ষের দিনই ক্লাবে আসতে চলেছে আইএসএলের লিগ শিল্ড ও ট্রফি। বারপুজোর সকালে জোড়া ট্রফি যেন মোহনবাগানের উত্সবের মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিল। এদিন শুভাশিস ঘোষ উপস্থিত না থাকলেও মোহনবাগানের বারপুজোয় এসেছিলেন দীপেন্দু বিশ্বাস। সুব্রত ভট্টাচার্য, মানভ ভট্টাচার্যদের মতো প্রাক্তন তারকারা। এদিনই পতাকাও উঠল মোহনবাগান তাঁবুতে। সেই জায়গা থেকেই আগামী দিনের বার্তা দিয়ে রাখলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

ঘরের মাঠে কার্যত সব লিগ জেতা হয়ে গিয়েছে। এবার দেশের গন্ডী ছাড়িয়ে এশিয়ার সেরা হতে হবে মোহনবাগানকে। মোহনবাগানের দায়িত্ব যখন সঞ্জীব গোয়েঙ্কা নিয়েছিলেন। সেইসময়ই এই কথা হয়ে গিয়েছিল। বারপুজোর সকালে সেই লক্ষ্যেই এগনোর বার্তা দিলেন মোহনবাগান সচিব। সমর্থকদের সামনে মোহনবাগান কর্তারা নিলেন বিশেষ শপথও।

এদি মঞ্চ থেকে দেবাশিস দত্ত বলেন, “আমরা ঘরের মাঠে সফল হয়েছি। এই সাফল্যের ধারা আগামী দিনেও ধরে রাখার শপথ নিচ্ছি আমরা। তেমনই আপও একটা শপথ অদিন নিচ্ছি। এবার আমাদের এশিয়ার সেরা হতে হবে”।

সদ্য দ্বিমুকুট জিতেছে মোহনবাগান। সেই দলের সদস্য ছিলেন দীপেন্দু বিশ্বাস সেই দীপেন্দুকে নিয়েই উচ্ছ্বসিত ছিল মোহনবাগান সমর্থকরা। মঙ্গলবার সকালে বারপুজো তাঁর হাত দিয়েই হয়।বাররপুজোয় উপস্থিত থাকতে পেরে তিনি যেমন উচ্ছ্বসিত। তেমনই মোহনবাগানের জার্সিতে আইএসএবল জিতেও আবগহতাড়িত দীবেন্দু।

তিনি জানান, “এবারই প্রথমবার নয়। গতবারও এই বারপুজোয় আমি উপস্থিত ছিলাম। তবে সবথেকে ভাল লাগছে যে দল চ্যাম্পিয়ন হয়েছে। বিশষ করে এখানকার সমর্থক থেকে ম্যানেজমেন্টের সাপোর্ট আরও ভাল লাগছে”।

এদিন মোহনবগানের বারপুজোয় অংশ নিয়েছিলেন সুব্রত ভট্টাচার্যও। মোহনবাগানের দ্বিমুকুট জয়ে উচ্ছ্বসিত তিনিও।