Tuesday, November 4, 2025

বাংলাদেশ থেকেই ঢুকেছিল দুষ্কৃতীরা! মুর্শিদাবাদ হিংসায় রিপোর্ট খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

সীমান্তে বিএসএফের গাফিলতিতেই যে মুর্শিদাবাদের হিংসার ঘটনা, এবার তা স্বীকার করে নিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। অমিত শাহের দফতরের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে হিংসার ঘটনায় যুক্তরা বাংলাদেশ (Bangladesh) থেকেই এসেছিল। বাংলার শাসক দলের পক্ষ থেকে বারবারই এই বিষয়টি তদন্ত তুলে ধরার দাবি জানানো হয়েছিল। সীমান্তে বিএসএফ-এর (BSF) ব্যর্থতাকে প্রশ্নের মুখে তুলেছিল শাসকদল তৃণমূল। এবার সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফের শীর্ষ মন্ত্রকের রিপোর্টেই প্রমাণিত হল তাদের ব্যর্থতা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সূত্রে জানা যায়, তাদের রিপোর্টে প্রাথমিকভাবে উঠে এসেছে স্থানীয় নেতৃত্ব ওয়াকফ বিরোধী আন্দোলন সংঘটিত করেছিল। সেখানেই ঢুকে পড়ে বাংলাদেশ (Bangladesh) থেকে আসা দুষ্কৃতীরা। যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। এবং পরিস্থিতি হিংসার রূপ নেয়। তড়িঘড়ি নিজেদের অপদার্থতা ঢাকতে রাজ্য পুলিশের পাশে দাঁড়িয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব (CS) ও রাজ্য পুলিশের ডিজির (DGP) সঙ্গে একাধিক বৈঠক সেরেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। প্রতিদিন বিএসএফের (BSF) এডিজি এবং রাজ্য পুলিশের ডিজির মধ্যে বৈঠক চলছে। পরিস্থিতি স্বাভাবিক করে মূল অভিযুক্তদের খোঁজে তদন্তে এগিয়ে নিয়ে যেতে পুলিশকে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী (central force)।

এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ যেখানে সীমান্তে বিএসএফের ব্যর্থতা আবারও প্রমাণিত। ফলে মুর্শিদাবাদ (Mrushidabad), উত্তর ২৪ পরগণাসহ তিন জেলায় অতিরিক্ত বিএসএফ (BSF) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানেই আবার প্রমাণিত তৃণমূলের তরফ থেকে যে চক্রান্তের অভিযোগ তোলা হচ্ছিল, তার সত্যতা কতটা। মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা কেন দুষ্কৃতীদের চিনতে পারেনি, তারও ব্যাখ্যা স্পষ্ট স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) রিপোর্টে।

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version