Thursday, August 21, 2025

শিক্ষক মৃত্যু নিয়ে মিথ্যা প্রচার! আবার বিজেপির ‘নোংরা’ রাজনীতির পর্দাফাঁস

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় প্রচারই এখনও বঙ্গ বিজেপিকে বাঁচিয়ে রাখছে। আর তাই ইস্যুবিহীন, উন্নয়ন থেকে সরতে থাকা, গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত বঙ্গ বিজেপি সোশ্যাল মিডিয়াই (Social media) আঁকড়ে ধরে বেঁচে থাকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনওরকম তথ্য যাচাই না করেই যে কোনও ঘটনাকে বাংলার বিরোধিতায় কাজে লাগানো হচ্ছে। যদিও ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই তার পর্দাফাঁসও হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের ভুয়ো ছবি পোস্টের পরে এবার কুলতলির (Kultali) শিক্ষকের আত্মহত্যা নিয়ে বিজেপির মিথ্যাচারের পর্দাফাঁস হল মঙ্গলবার।

মঙ্গলবার কুলতলির এক শিক্ষকের আত্মহত্যার ঘটনার ছবি দেখিয়ে ফের মিথ্যাচারের রাস্তা ধরেছিল গেরুয়া ভাঁওতাবাজরা। বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সেই ‘আত্মঘাতী’ শিক্ষকের ছবি প্রকাশ করে দাবি করা হয়, কুলতলির (Kultali) মেরিগঞ্জ তেঁতুলবেড়িয়ার বাসিন্দা প্রণব নাইয়া নাকি চাকরি হারানোর জন্যই আত্মহত্যা করেছেন! কিন্তু তৃণমূল কংগ্রেসের আইটি সেল (TMC IT cell) আবারও সেই অপপ্রচারের পর্দা ফাঁস করে দিয়েছে। বিজেপির প্রকাশিত মিথ্যা ছবি পোস্ট করে আইটি সেল লিখেছে, ২০১২ সালের পরীক্ষায় উত্তীর্ণ প্রণব নাইয়া যিনি আজ আত্মহননের পথ বেছে নেন তাকে ২০১৬ সালের বাতিল এসএসসি (SSC) প্যানেলের শিক্ষক হিসেবে প্রচার করছে বিজেপি!

কুলতলির বাসিন্দা প্রণব নাইয়ার অস্বাভাবিক মৃত্যু হয় মঙ্গলবার সকালে। প্রাথমিক তদন্তের পর এদিন সাংবাদিক সম্মেলন করে বারুইপুর পুলিশ জেলার (Baruipur police district) পুলিশ সুপার (SP) পলাশকুমার ঢালি জানান, মৃত শিক্ষক প্রণবকুমার নাইয়া ২০১২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ২০১৫ সালে মুর্শিদাবাদের বেগমবাড়ির একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। ২০২২ সালে বদলি হয়ে তিনি জয়নগরের টিএস সনাতন স্কুলে যোগদান করেন। বর্তমানে সেই স্কুলেই কর্মরত ছিলেন প্রণব। গত শনিবারও তিনি স্কুলে যান। তাঁর চাকরি থেকে বরখাস্ত হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত করছে।

শুধুমাত্র রাজনীতির স্বার্থে এই অস্বাভাবিক মৃত্যুকে নিয়েও অসত্য তথ্য প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশের তরফেও সেই ভুয়ো প্রচার নিয়ে সাধারণ ​মানুষকে সচেতন করা হয়েছে৷ পুলিশ সুপার (SP) বলেন, অস্বাভাবিক এই মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় (social media) ভুয়ো তথ্য দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে৷ আমরা এরকম ৩০–৪০ টি এরকম অ্যাকাউন্টের খোঁজ পেয়েছি যেখানে এই ধরনের ভুয়ো পোস্ট করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...