Thursday, August 21, 2025

আজকাল জিরো ফিগার একটা ফ্যাশন। পাতলা শরীরের সুবিধাও অনেক। কিন্তু কখনও পুলিশি (Police) হেফাজতে হাতকড়ার মধ্যে থেকে হাত গলে চোর পালানো শুনেছেন! অবাক করা এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduwar) জেলা হাসপাতালে। মঙ্গলবার চুরির দায়ে গ্রেফতার করা এক তরুণকে আদালতে তোলার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তখনও হাতে পরানো ছিল হাতকড়া। তবে পুলিশকর্মীদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে, ফাঁক বুঝে হাতকড়ার মধ্যে থেকে হাত গলিয়ে চম্পট দেন চোর অভিযোগে ধৃত যুবক।

যুবক স্থানীয় হওয়ার ফলে তাঁকে আবার ধরতে বেশ বেগ পেতে হয় পুলিশকর্মীদের। হাসপাতাল থেকে উধাও হয়ে রেললাইন ও পাকা রাস্তা পার করে কালজানি নদীর বাঁধের রাস্তা অবধি পৌঁছে গিয়ে ছিলেন সেই তরুণ। নদী পার হতে পারলেই পুলিশের (Police) নাগাল থেকে অনেক দূরে। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ততক্ষণ সেখানে হাজির হয় একাধিক পুলিশ কর্মী। ফলে ঘুঘু ফের ফাঁদে। ঘণ্টাখানেকের মধ্যেই তাকে ধরে নিয়ে এসে আদালতে তোলা হয় তাঁকে।
আরও খবর: মুষ্টিমেয় ‘মুর্শিদাবাদের বাসিন্দা’ নিয়ে ভবানী ভবনের সামনে নাটক বিজেপির রাজ্য নেতৃত্বের

তরুণের বাবা পাড়ায় পাড়ায় ভাঙ্গা জিনিসপত্র কিনে ব্যবসা করেন। মা পরিচারিকার কাজ করেন। অভিযুক্ত তরুণকে পুলিশ চোরাই মাল কেনার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি আলিপুরদুয়ার শহরের পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তবে তাঁর সঙ্ঘে এই যুবকের কোনও হাত আছে নাকি খতিয়ে দেখছে পুলিশ। তবে এদিন পালানোর ব্যাপারে আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্যকে ফোন বা মেসেজ করলেও কোনও উত্তর পাওয়া যায়নি।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version