Monday, November 10, 2025

বার্ষিক চুক্তির সময় পিছোচ্ছে! রোহিতের ভবিষ্যৎ নিয়েও আলোচনা

Date:

Share post:

বোর্ডের নতুন বার্ষিক চুক্তি(Central Contract) কবে ঘোষণা করবে বিসিসিআই(BCCI)। প্রথমে শোনাযাচ্ছিল এপ্রিলেই হতে পারে সেই ঘোষণা। কিন্তু হঠাৎই বিসিসিআই ধীরে চলো নীতি নিয়েছে। শোনাযাচ্ছে চুক্তি ঘোষণার সময় এপ্রিল থেকে অক্টোবরেই নাকি পিছিয়ে দিয়েছে বোর্ড। বিশেষ করে রোহিত শর্মার(Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই নাকি এমনটা ভাবা হয়েছে। তবে কি নিজের গ্রেড হারাতে পারেন রোহিত। এমন কথাও কিন্তু শোনাযাচ্ছে এবার ক্রিকেট মহলে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিসিআইয়ের বেশকিছু ভাবনা রয়েছে। সেটা নিয়েই আগামী কয়েকদিন কিংবা আইপিএলের পর বৈঠকে বসতে পারেন বিসিসিআই কর্তারা। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় দলের নির্বাচকরাও। সেই বৈঠকেই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে শোনাযাচ্ছে। আবার গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গেও এই বিষয় নিয়ে বসার ইঙ্গিত রয়েছে বোর্ড(BCCI) সূত্রে।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হার। এরপর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল(India Team) কার্যত নাকানি চোবানি খেয়েছিল। বিশ্রীভাবে হেরে দেশে ফিরতে হয়েছিল। এরপর থেকেই ভারতীয় দল নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। বিশেষ করে রোহিত শর্মার অধিনায়ক থাকা নিয়ে জল্পনাটা বেড়েছিল। এছাড়া শোনাযাচ্ছিল রোহিতের গ্রেডও নাকি বদলাতে পারে। গতবছরই শেষ হয়েছিল বোর্ডের বার্ষিক চুক্তি। যদিও এখন পর্যন্ত বিসিসিআই সেই অনুযায়িই প্রত্যাক ক্রিকেটারদের টাকা দিয়ে যাচ্ছে।

কিন্তু এবার শোনাযাচ্ছে বিসিসিআই নাকি নতুন বার্ষিক চুক্তি করার পথে এগোচ্ছে। তবে রোহিত শর্মার কথা চিন্তা করেই নাকি সময়টা বেশ খানিকটা পিছনো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই রোহিত শর্মার ভারতীয় দলের জার্সিতে খেলা নিয়ে ননান কথা শুরু হয়েছিল। যদিও রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু বোর্ড(BCCI) কি তেমনটা ভাবছে। ক্রিকেট মহল জুড়ে এই মুহূর্তে জোর গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে।

spot_img

Related articles

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...