Sunday, August 24, 2025

একজন আর্জেন্তিনার(Argentina) কিংবদন্তি। আরেকজন আবার মাঠে নামেন ব্রাজিলের(Brazil) জার্সিতে। ফুটবল বিশ্বে দুই চির প্রতিদ্বন্দী দেশ। কিন্তু এই সমস্তকিছুকে ছাপিয়ে গিয়েছে তাদের বন্ধুত্ব। তারা হলেন লিওনেল মেসি(Lionel Messi) এবং দানি আলভেজ(Dani Alves)। জীবনের কঠিন সময়ে যখন সকলে পাশ থেকে সরে গিয়েছিলেন, সেই সময়ই দানি আলভেজ পাশে পেয়েছিলেন লিওনেল মেসিকে। উকিল ঠিক করে দেওয়া থেকে আর্থিক সাহায্য, সবকিছুই পেয়েছিলেন একমাত্র এলএম টেনের থেকে।

বার্সেলোনায়(Barcelona) তারা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। আলভেজের পাস থেকে বহু গোল করেছেন লিওনেল মেসি। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব ছিল অন্যরকম। সেই বন্ধুর খারাপ সময়ে আর নিজেকে সরিয়ে রাখতে পারেননি লিওনেল মেসি। জেল থেকে বেড়োনর পর এক সংস্থায় এমনটাই জানিয়েছেন দানি আলভেজ(Dani Alves)। জামিনের টাকা থেকে উকিল ঠিক করা, সবই করেছেন এলএম টেন(Lionel Messi)।

দানি আলভেজ জানিয়েছেন, “যদিও আমার এটা বলার প্রয়োজন পরে না কিন্তু এদিন বলতে হবে। আমি প্রতারিত হয়েছিলাম আমার ছোটবেলার ক্লাব বার্সেলোনা থেকে। আমার পাশ থেকে সরে গিয়েছিলেন আমার বন্ধুরাও। আমি জেলে থাকাকালীন আর্থিকভাবে মেসি আমার সাহায্য করেছিলেন। এমনকি মামলা লড়াই করার জন্য আমার উকিলও ঠিক করে দিয়েছিলেন তিনি এবং আমি জেলে থাকাকালীন প্রতিদিন যে খোঁজ নিতেন তাঁর নাম মেসি। আমাকে মানসিকভাবে চাঙ্গা করতে আমাদের দুজনের ছবি হামেশাই পাঠাতেন লিওনেল মেসি। শুধুমাত্র তাই নয় আমার প্রথম জামিনের টাকাটাও দিয়েছিলেন তিনিই”।

শুধু আর্থিকভাবেই নয়। মানসিকভাবেও সবসময় দানি আলভেজকে ঠিক রাখার চেষ্টা করে গিয়েছিলেন এলএমটেন। জেল থেকে বেড়নোর পর সেই কথাই বারবার উঠে এসেছে আলভেজের মুখ থেকে। সঠিক বন্ধু যে কে সেটা খুব ভালভাবেই বুঝতে পেরেছেন তিনি। তাদের দেশ আলাদা হতে পারে। ক্লাবও এখন বদলে গিয়েছে। কিন্তু মেসি বন্ধুত্ব ভোলেননি।

বন্ধুর বিপদে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। যখন সকলে সরে গিয়েছিলেন, তখন একমাত্র এলএম টেনই রয়েছেন। বারবার তাঁকে বার্তা দিয়েছে মেসি। এখন আলভেজ(Dani Alves) জেলের বাইরে। ফুটবলে ফেরার চেষ্টাই হয়ত চালাচ্ছেন। সেখানেও যে মেসিকেই পাশে পাবেন সেই ব্যপারে কোনও দ্বিধা নেই দানি আলভেজের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version