Thursday, August 21, 2025

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf ammendment act) প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদ (Murshidabad) আপাতত স্বাভাবিক ছন্দে ফিরছে। সকাল থেকে জেলার ৬ থানা এলাকায় চলছে যৌথবাহিনীর টহলদারি। সামশেরগঞ্জ বাদে বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬৩ ধারা জারি থাকবে। নতুন করে আর কোনও উত্তেজনা বা হিংসার খবর না থাকায় অনেকটাই শিথিল হয়েছে সরকারি বিধিনিষেধ। দোকানপাট খুলেছে, বাজারহাট বসেছে। স্বাভাবিক ভাবেই যান চলাচল শুরু হয়েছে। চেনা জীবনযাত্রায় ফিরেছে মুর্শিদাবাদ।

ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর অভিযোগে শতাধিক গ্রেফতারি হয়েছে। ন্যূনতম অশান্তির খবরেও কড়া পদক্ষেপ করেছে পুলিশ। শুধু তা-ই নয়, আতঙ্কিত এলাকাবাসীর মনের জোর বাড়াতে আশ্বাসও দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে তখন স্বতঃপ্রণোদিতভাবে বৃহস্পতিবার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বাধীন চার প্রতিনিধির দল পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরে মুর্শিদাবাদের জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও মহিলা কমিশন কথা বলবে বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে। এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের দলও মুর্শিদাবাদ পৌঁছচ্ছে। সবদিক খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের মাঝে বাংলায় ইচ্ছাকৃতভাবে বহিরাগত ঢুকিয়ে গন্ডগোল পাকানোর পর বিজেপি সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের রাজ্যে আসার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করছে বিশেষজ্ঞদের একাংশ।

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version