Friday, November 7, 2025

১৬৩ ধারার মধ্যেই চেনা ছন্দে মুর্শিদাবাদ, শিথিল হচ্ছে বিধিনিষেধ

Date:

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf ammendment act) প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদ (Murshidabad) আপাতত স্বাভাবিক ছন্দে ফিরছে। সকাল থেকে জেলার ৬ থানা এলাকায় চলছে যৌথবাহিনীর টহলদারি। সামশেরগঞ্জ বাদে বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬৩ ধারা জারি থাকবে। নতুন করে আর কোনও উত্তেজনা বা হিংসার খবর না থাকায় অনেকটাই শিথিল হয়েছে সরকারি বিধিনিষেধ। দোকানপাট খুলেছে, বাজারহাট বসেছে। স্বাভাবিক ভাবেই যান চলাচল শুরু হয়েছে। চেনা জীবনযাত্রায় ফিরেছে মুর্শিদাবাদ।

ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর অভিযোগে শতাধিক গ্রেফতারি হয়েছে। ন্যূনতম অশান্তির খবরেও কড়া পদক্ষেপ করেছে পুলিশ। শুধু তা-ই নয়, আতঙ্কিত এলাকাবাসীর মনের জোর বাড়াতে আশ্বাসও দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে তখন স্বতঃপ্রণোদিতভাবে বৃহস্পতিবার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বাধীন চার প্রতিনিধির দল পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরে মুর্শিদাবাদের জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও মহিলা কমিশন কথা বলবে বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে। এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের দলও মুর্শিদাবাদ পৌঁছচ্ছে। সবদিক খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের মাঝে বাংলায় ইচ্ছাকৃতভাবে বহিরাগত ঢুকিয়ে গন্ডগোল পাকানোর পর বিজেপি সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের রাজ্যে আসার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করছে বিশেষজ্ঞদের একাংশ।

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version