গতবারের নায়ক ক্লেটনকে সুপার কাপের আগেই ছেড়ে দিল ইস্টবেঙ্গল

ঝামেলাটা চলছিলই, অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল ইস্টবেঙ্গল(Eastbengal)। সুপার কাপ শুরু হওয়ার আগেই গতবারের নায়ক ক্লেটন সিলভার(Cleiton Silva) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের(Eastbengal)। ছবিটা মঙ্গলবার ইস্টবেঙ্গলের বারপুজোতেই বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত হলও সেটাই। ক্লেটন সিলভাকে ছাড়াই এবারের সুপার কাপে নামবে লাল-হলুদ ব্রিগেড(Read and Gold)। তবে সেই জায়গায় অন্য কোনও ফুটবলারকে নেওয়া হয় কিনা সেটা অবশ্য ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি।

গত ১৩ এপ্রিল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। সেখান থেকেই সমস্যার সূত্রপাতটা। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্লেটনকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই সময়ই যে পজিশনে তাঁকে খেলতে বলেন কোচ, সেটা আবার ক্লেটনের(Cleiton Silva) একেবারেই পছন্দের জায়গা ছিলনা। মাঠেই কোচের সঙ্গে বচসায় জড়ান ক্লেটন সিলভা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে তিনি মাঠ ছেড়ে বেড়িয়ে যান।সেই সময় অবশ্য কোচ বিশেষ কোনও পদক্ষেপ নেননি। কিন্তু নববর্ষের দিন ক্লেটন কোচের সঙ্গে যে ব্যবহার করেন, এরপর আর নিজেকে থামিয়ে রাখতে পারেননি অস্কার ব্রুজোঁ। মঙ্গলবার মাঠে অস্কারের সঙ্গে ক্লেটনের অশান্তি চরমে পৌঁছয়। এরপরই টিম ম্যানেজমেন্টের কাছে নিজের রিপোর্ট জমা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের(Eastbengal) কোচ অস্কার। সেইসঙ্গে ক্লেটনকে যে তাঁর প্রয়োজন নেই সেই কথাও সাফ জানিয়ে দিয়েছিলেন লাল-হলুদ কোচ।

গতবারের সুপার কাপে(Super Cup) ইস্টবেঙ্গলের সেরা পারফর্মার ছিলেন ক্লেটন সিলভা। তাঁর হাত ধরেই সেবার সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। কিন্তু এবারের আইএসএলে চূড়ান্ত ফ্লপ ক্লেটন। তাঁকে ছেড়ে দেওয়ার কথাবার্তা কয়েকদিন ধরেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত ছেড়েই দেওয়া হল ক্লেটনকে। যদিও ক্লাবের তরফে জানানো হয়েছে যে দুই পক্ষের সম্মতিতেই ক্লেটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত।