Thursday, August 21, 2025

কাশীপুরের গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি পাওয়ার আশায় ১৬ লক্ষ টাকা খোয়ালেন দুই যুবক। অভিযোগ, গান ও সেল কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেন মৃত্যুঞ্জয় প্রসাদ নামের এক ব্যক্তি। দাবি করেন, তিনি কাশীপুর (Cossipure) গান ও সেল ফ্যাক্টরিতে (Gun And Shell Factory) উচ্চপদে কর্মরত। তাঁর হাতে কোটায় চাকরিতে নিয়োগ করার ক্ষমতা আছে। কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার আশায় এই টাকা দেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পরে দেখা যায়, সেই সব নিয়োগপত্র ও কার্ড ভুয়ো। কাশীপুর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযুক্ত মৃত্যুঞ্জয় প্রসাদের বাড়ি উত্তর ২৪ পরগানার বারুইপুরে। তাঁর কথার ফাঁদে পড়ে অনেকেই চাকরি পাওয়ার আশায় টাকা দেন বলে অভিযোগ। টাকা হাতে পাওয়ার পরে অভিযুক্ত মৃত্যুঞ্জয় তাঁদের নিয়োগ পত্র ও আইকার্ড দেন। কিন্তু এরপরই বাধে বিপত্তি। কাশীপুর গান ও সেল কোম্পানিতে (Gun And Shell Factory) তাঁরা যোগ দিতে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এমন কোনও নিয়োগ করা হয়নি বা এই টাকা নেওয়া সম্পর্কিত কোনও তথ্য তাদের কাছে নেই। মৃত্যুঞ্জয় প্রসাদের দেওয়া নিয়োগপত্র ও আই কার্ড সম্পূর্ণ ভুয়ো।

এরপরেই এই দুই প্রতারিত কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে, এই প্রতারণার শিকার অনেকেই। টাকা হাতানোর পরিমাণও কম নয়, কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। তবে এখন বেপাত্তা মৃত্যুঞ্জয় প্রসাদ। পুলিশ তল্লাশি শুরু করেছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version