Monday, November 3, 2025

কাশীপুরের গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি পাওয়ার আশায় ১৬ লক্ষ টাকা খোয়ালেন দুই যুবক। অভিযোগ, গান ও সেল কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেন মৃত্যুঞ্জয় প্রসাদ নামের এক ব্যক্তি। দাবি করেন, তিনি কাশীপুর (Cossipure) গান ও সেল ফ্যাক্টরিতে (Gun And Shell Factory) উচ্চপদে কর্মরত। তাঁর হাতে কোটায় চাকরিতে নিয়োগ করার ক্ষমতা আছে। কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার আশায় এই টাকা দেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পরে দেখা যায়, সেই সব নিয়োগপত্র ও কার্ড ভুয়ো। কাশীপুর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযুক্ত মৃত্যুঞ্জয় প্রসাদের বাড়ি উত্তর ২৪ পরগানার বারুইপুরে। তাঁর কথার ফাঁদে পড়ে অনেকেই চাকরি পাওয়ার আশায় টাকা দেন বলে অভিযোগ। টাকা হাতে পাওয়ার পরে অভিযুক্ত মৃত্যুঞ্জয় তাঁদের নিয়োগ পত্র ও আইকার্ড দেন। কিন্তু এরপরই বাধে বিপত্তি। কাশীপুর গান ও সেল কোম্পানিতে (Gun And Shell Factory) তাঁরা যোগ দিতে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এমন কোনও নিয়োগ করা হয়নি বা এই টাকা নেওয়া সম্পর্কিত কোনও তথ্য তাদের কাছে নেই। মৃত্যুঞ্জয় প্রসাদের দেওয়া নিয়োগপত্র ও আই কার্ড সম্পূর্ণ ভুয়ো।

এরপরেই এই দুই প্রতারিত কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে, এই প্রতারণার শিকার অনেকেই। টাকা হাতানোর পরিমাণও কম নয়, কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। তবে এখন বেপাত্তা মৃত্যুঞ্জয় প্রসাদ। পুলিশ তল্লাশি শুরু করেছে।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version