বাম-বিজেপির চক্রান্ত, তারাই নানা কথা বলছে! চাকরি বাতিল প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী

বাংলায় ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে একতরফাভাবে। বাম-বিজেপি চক্রান্ত করে এই চাকরি খেয়েছে। ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে। বুধবার নেতাজি ইনডোরে ওয়াকফ সমাবেশেও এসএসসির চাকরি বাতিল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। এই পরিপ্রেক্ষিতেই তিনি এসএসসির চাকরি বাতিলের বিষয়টি উত্থাপন করে বলেন, অনেক সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। চাকরি বাতিলের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত ছিল। এক পাক্ষিক মনোভাবের ফলেই যোগ্যরা বিচার পাননি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, চাকরি যারা খেলই এখন তারাই বড় বড় কথা বলছে। কিন্তু তারা কিছুই করবে না। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের কনভনেশনে মুখ্যমন্ত্রী জানান, যোগ্য একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা তিনি করে রেখেছেন। মুখ্যমন্ত্রী জানান, কারও সার্ভিস ব্রেক যাতে না হয়, তা তিনি দেখবেন। কিন্তু সেজন্য কাজ করে যেতে হবে। দু’টো মাস কষ্ট করার সুফল পাবেন চাকরিহারা যোগ্যরা। উল্লেখ্য, গত সপ্তাহে শিক্ষামন্ত্রীও চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন – জোড়া খুনের পাশাপাশি সব হিংসার তদন্ত: সিটের রিপোর্ট পেশে সময়সীমা নির্দিষ্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_