Wednesday, August 27, 2025

জোড়া খুনের পাশাপাশি সব হিংসার তদন্ত: সিটের রিপোর্ট পেশে সময়সীমা নির্দিষ্ট

Date:

মুর্শিদাবাদের ওয়াকফ আন্দোলন ঘিরে কোনও হিংসা ঘটনাকেই লঘু করে দেখার কোনও প্রশ্ন নেই, জানানো হয়েছিল রাজ্য পুলিশের তরফে। প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যেই যাবতীয় সূত্র তদন্তের আওতায় আনা হয়েছে। জোড়া খুনের ঘটনায় রাজ্য পুলিশের গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের (SIT) তদন্তে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আর সব হিংসার ঘটনায় জড়িতদের গ্রেফতারি দ্রুত করতে কাজ চালাচ্ছে নয় সদস্যের সিট।

মূলত হিংসার ঘটনাগুলিরই তদন্ত করবে এই সিট। জঙ্গীপুর পুলিশ জেলার (Jangipur PD) অন্তর্গত সামশেরগঞ্জ থানা এলাকা ও অন্যান্য এলাকাগুলির হিংসার ঘটনার তদন্ত করে বুধবার বেলা ১২টার মধ্যেও রিপোর্ট জমা দিতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টরকে নিয়ে নয় সদস্যের এই সিট গঠন করা হয়েছে। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত এই সিট-ই (SIT) করবে।

মঙ্গলবারই এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার (Supratim Sarkar, ADG) জানিয়েছিলেন, সিট-এর তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয় জোড়া খুনে অভিযুক্তদের। তবে বুধবার সেই রিপোর্ট সামশেরগঞ্জ থানায় পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য পুলিশরে তরফে। যদিও পরেও রিপোর্ট পেশে সম্মতি দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের তরফে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version