Sunday, November 16, 2025

প্রিমিয়ার থেকে আইলিগ, কোন মন্ত্রে এমন সাফল্য ডায়মন্ড হারবার এফসির

Date:

মাত্র তিন বছরে সিএফএল প্রিমিয়ার(CFL) থেকে আইলিগে। ডায়মন্ড হারবার এফসির(DHFC) স্বপ্নের দৌড়। আর সেই দৌড়টা শেষ হবে আইএসএলে(ISL) পৌঁছলে। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি(DHFC)। প্রায় ৯০ শতাংশ কাজ তারা করেই ফেলেছে। এখন শুধু আর একটা ধাপ পার করতে হবে। যেভাবে অবশ্য তারা দৌড়ে চলেছে খুব শীঘ্রই ডিএইচএফসি সেই মঞ্চে পৌঁছে গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

ক্লাবের অন্যতম কর্ণধার আকাশ বন্দ্যোপাধ্যায়(Akash Banerjee) বলছিলেন, “আমাদের লক্ষ্য প্রথম দিন যা ছিল আজও তাই। ডায়মন্ড হারবার এফসি আইএসএলে খেলবে, এটাই আমাদের স্বপ্ন। যদি আইএসএল না থাকত তাহলে বলতাম আইলিগ খেলতে চাই। মোদ্দা কথা হল আমরা আমাদের ক্লাবকে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ আসরে দেখতে চাই”।

কিন্তু এত কম সময়ের মধ্যে এতটা উন্নতি। কীভাবে সম্ভব। কোব জাদুবলে সম্ভব হচ্ছে এই সাফল্য। অবশেষে সেটাই সকলের সামনে আনলেন ক্লাবের সর্বক্ষণের সঙ্গী, অন্যতম কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায়(Akash Banerjee)। তাদের একটাই মূলমন্ত্র। ডায়মন্ড হারবার এফসি(DHFC) শুধু একটা ক্লাব নয়। তারা সকলে মিলে একটা পরিবার।

আকাশ জানিয়েছেন, “কোচ, ফুটবলার, ম্যানেজমেন্ট মিলে আমরা সবাই একা পরিবার। এখান সবাই চেষ্টা করে আরও ভাল করতে। আইএসএল খেলা ফুটবলার এবং ক্লাবের জুনিয়র ফুটবলারের মধ্যে কোনও ফারাক নেই। যে সুযোগ পাচ্ছে না, সেও সবসময় ভেবে চলেছে যে যারা খেলছে তারা কেমনভাবে আরও ভাল ফল করবে। এখানে সমালোচনার কোনও ব্যাপার নেই। সবার ওপরে ক্লাব। কেমনভাবে তারা আরও ভাল হতে পারে সেদিকেই নজর সকলের”।

কয়েকদিন আগেই আইলিগে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। আইলিগে পৌঁছনোর পরই তিনি টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এখনও অবশ্য তাদের ম্যাচ বাকি রয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার এফসি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন। ট্রফি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কলকাতা লিগে অংশ নিয়েই সেখান থেকে প্রিমিয়ারে পৌঁছয় তারা। এরপর সুপার সিক্সে। সেখানে তো অপরাজিত ছিল ডায়মন্ড হারবার। এবার আইলিগ-২ চ্যাম্পিয়ন। এসবের পিছনে যার হাত রয়েছে, তিনি হলেন কিবু ভিকুনা(Kibu Vicuna)। বরাবরই চুপচাপ নিজের কাজটা করে যেতে ভালবাসেন। ডায়মন্ড হারবারও তাঁর হাত ধরে সময়ের সঙ্গে সঙ্গে আরও ক্ষুরধার হয়ে উঠছে।

ক্লাব কর্তাদের কথায় এই দলের সাফল্যের পিছনে অন্যতম নেপথ্য কারিগড় কিবু ভিকুনা। কোনওকিছু চাপিয়ে দেননা । নিজে সিদ্ধান্ত নিলেও সবার কথা শোনেন। সেখান থেকে যেটা নেওয়ার সেটাও নেন। সেইসঙ্গে কিবুর কোচিংয়ে ফুটবলাররা নিজদের স্বাধীনতাটাও পায়। পাখির চোখ আইএসএল(ISL) হলেও, তাড়াহুড়ো নয়, ধাপে ধাপেই এগোতে চাইছে ডায়মন্ড হারবার এফসি। সামনে আইলিগ-২(I LEAGUE-2) এর এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। সেটাই জিততে মরিয়া ডায়মন্ড হারবার এফসি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version