Saturday, May 3, 2025

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের (WBSSE) দায়ের করা মামলা শুনানি সম্ভাবনা। তার আগেই রাজধানীতে আন্দোলনে চাকরিহারা যোগ্য শিক্ষকরা (untainted teachers)। শুনানির দিকে তাকিয়ে রয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক সমাজ। কলকাতায় শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তাঁরা স্পষ্ট করে দিয়েছিলেন ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে (Supreme Court) কারা কি অবস্থান নেন তা দেখে তারা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবেন। বুধবার দিল্লির যন্তরমন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন তাঁরা বার্তা দিলেন তাঁরা প্রায় এক মাস ব্যাপী আন্দোলন চালিয়ে যাবেন। মূলত বাংলাতেই আন্দোলন জারি থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বাংলার বিরাট সংখ্যায় স্কুল শিক্ষক সংকটে পড়বে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তে। সেই মতো রায়ের পুণর্বিবেচনার (review petition) আবেদন জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফেও রায় পুণর্বিবেচনার আবেদনে রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) দায়ের করা আবেদনের শুনানির সম্ভাবনা বৃহস্পতিবার।

মধ্যশিক্ষা পর্ষদের মামলার শুনানির দিকে তাকিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকরা। সেই শুনানিতে একদিকে শিক্ষক না থাকায় বঞ্চিত রাজ্যের বিপুল সংখ্যায় পড়ুয়ার জন্য যেমন সওয়াল চালাবে মধ্যশিক্ষা পর্ষদ (WBSSE), তেমনই রায়ের পুণর্বিবেচনায় (review) চাকরি বাতিলের রায়েরও বদল হওয়ার আশা রাখছেন চাকরিহারা শিক্ষকরা। সেই মামলায় কারা মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছে তার উপরই কারা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনে নামা শিক্ষক সমাজ।

বুধবার যন্তর মন্তরের বাইরে শিক্ষক সমাজের ৭০ জন অবস্থান বিক্ষোভে বসেন। তাঁরা তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সংবিধানের উল্লেখ করে তাঁরা তাঁদের দাবি পেশ করেন।

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version