Monday, November 3, 2025

রাজধানীতে চাকরিহারারা: সুপ্রিম শুনানির আগেই চাকরি ফেরানোর দাবি

Date:

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের (WBSSE) দায়ের করা মামলা শুনানি সম্ভাবনা। তার আগেই রাজধানীতে আন্দোলনে চাকরিহারা যোগ্য শিক্ষকরা (untainted teachers)। শুনানির দিকে তাকিয়ে রয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক সমাজ। কলকাতায় শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তাঁরা স্পষ্ট করে দিয়েছিলেন ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে (Supreme Court) কারা কি অবস্থান নেন তা দেখে তারা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবেন। বুধবার দিল্লির যন্তরমন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন তাঁরা বার্তা দিলেন তাঁরা প্রায় এক মাস ব্যাপী আন্দোলন চালিয়ে যাবেন। মূলত বাংলাতেই আন্দোলন জারি থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বাংলার বিরাট সংখ্যায় স্কুল শিক্ষক সংকটে পড়বে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তে। সেই মতো রায়ের পুণর্বিবেচনার (review petition) আবেদন জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফেও রায় পুণর্বিবেচনার আবেদনে রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) দায়ের করা আবেদনের শুনানির সম্ভাবনা বৃহস্পতিবার।

মধ্যশিক্ষা পর্ষদের মামলার শুনানির দিকে তাকিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকরা। সেই শুনানিতে একদিকে শিক্ষক না থাকায় বঞ্চিত রাজ্যের বিপুল সংখ্যায় পড়ুয়ার জন্য যেমন সওয়াল চালাবে মধ্যশিক্ষা পর্ষদ (WBSSE), তেমনই রায়ের পুণর্বিবেচনায় (review) চাকরি বাতিলের রায়েরও বদল হওয়ার আশা রাখছেন চাকরিহারা শিক্ষকরা। সেই মামলায় কারা মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছে তার উপরই কারা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনে নামা শিক্ষক সমাজ।

বুধবার যন্তর মন্তরের বাইরে শিক্ষক সমাজের ৭০ জন অবস্থান বিক্ষোভে বসেন। তাঁরা তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সংবিধানের উল্লেখ করে তাঁরা তাঁদের দাবি পেশ করেন।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version