Thursday, August 21, 2025

নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত(Team India)। তারই খেসারত দিল এবার ভারতীয় দলের ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচ। অভিষেক নায়ার(Abhishek Nayar) এবং টি দীলিপকে(T Dilip) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। যদিও সেই জায়গায় কোন দুজন আসবেন তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলবে বোর্ড। আপাতত রায়ান টেন ডুসখাতেই চালাবেন ফিল্ডিং কোচের দায়িত্ব। আর প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) তো রয়েছেনই।

বেশ কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই দলের কোচিং স্টাফে ছিলেন অভিষেক নায়ার এবং টি দীলিপও। সেখানে ভারতীয় দল সাফল্য পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বিশ্রী পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারছে না বোর্ড। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় দল ফেরার পরই চূড়ান্ত সমালোচনা আরম্ভ হয়েছিল। সেই সময় থেকেই ভারতের ব্যাটিং কোচকে সরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সেই সময় কোনওরকম বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটেনি বিসিসিআই(BCCI)। তবে অভিষেক নায়ার ও টি দীলিপের পারফরম্যান্সে যে বোর্ড কর্তারা একেবারেই খুশি ছিলেন না তা বোঝাই যাচ্ছিল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হারের পরও ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছিল সকলে। সেইসঙ্গে গৌতম গম্ভীর থাকার পরও বাড়তি ব্যাটিং কোচ কেন রাখা হচ্ছে তা নিয়েও কথাবার্তা শুরু হয়েছিল।

গম্ভীর কোচ হওয়ার পরই অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ করে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় দলকে সাফল্য দিতে পারেননি তিনি। সেই সময় কানাভুসো শোনা গিয়েছিল যে গম্ভীরের জন্যই নাকি অভিষেক নায়ারকে নিতে হয়েছিল।

তবে এবার সেই সিদ্ধান্ত বদলানোর পথেই হাঁটা শুরু করল বিসিসিআই। এরইসঙ্গে আরও একটা প্রশ্নও উঠতে আরম্ভ করেছে। তবে কি গৌতম গম্ভীরের ডানা ছাটা শুরু করল বিসিসিআই। এই নিয়েও কিন্তু ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version