Thursday, December 18, 2025

গম্ভীরের সাপোর্ট স্টাফ থেকে বাদ অভিষেক নায়ার ও টি দীলিপ

Date:

Share post:

নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত(Team India)। তারই খেসারত দিল এবার ভারতীয় দলের ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচ। অভিষেক নায়ার(Abhishek Nayar) এবং টি দীলিপকে(T Dilip) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। যদিও সেই জায়গায় কোন দুজন আসবেন তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলবে বোর্ড। আপাতত রায়ান টেন ডুসখাতেই চালাবেন ফিল্ডিং কোচের দায়িত্ব। আর প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) তো রয়েছেনই।

বেশ কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই দলের কোচিং স্টাফে ছিলেন অভিষেক নায়ার এবং টি দীলিপও। সেখানে ভারতীয় দল সাফল্য পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বিশ্রী পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারছে না বোর্ড। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় দল ফেরার পরই চূড়ান্ত সমালোচনা আরম্ভ হয়েছিল। সেই সময় থেকেই ভারতের ব্যাটিং কোচকে সরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সেই সময় কোনওরকম বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটেনি বিসিসিআই(BCCI)। তবে অভিষেক নায়ার ও টি দীলিপের পারফরম্যান্সে যে বোর্ড কর্তারা একেবারেই খুশি ছিলেন না তা বোঝাই যাচ্ছিল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হারের পরও ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছিল সকলে। সেইসঙ্গে গৌতম গম্ভীর থাকার পরও বাড়তি ব্যাটিং কোচ কেন রাখা হচ্ছে তা নিয়েও কথাবার্তা শুরু হয়েছিল।

গম্ভীর কোচ হওয়ার পরই অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ করে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় দলকে সাফল্য দিতে পারেননি তিনি। সেই সময় কানাভুসো শোনা গিয়েছিল যে গম্ভীরের জন্যই নাকি অভিষেক নায়ারকে নিতে হয়েছিল।

তবে এবার সেই সিদ্ধান্ত বদলানোর পথেই হাঁটা শুরু করল বিসিসিআই। এরইসঙ্গে আরও একটা প্রশ্নও উঠতে আরম্ভ করেছে। তবে কি গৌতম গম্ভীরের ডানা ছাটা শুরু করল বিসিসিআই। এই নিয়েও কিন্তু ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...