Sunday, November 9, 2025

ইস্টবেঙ্গল মহিলা দলের চ্যাম্পিয়নের ট্রফি উঠুক ক্রীড়ামন্ত্রীর হাতে, চাইছে ইস্টবেঙ্গল

Date:

কয়েকদিন আগেই আইডব্লুএল(Iwl) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সুইটি দেবীদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন তারা। বাংলার হয়ে ভারত সেরা হওয়া ইস্টবেঙ্গল(Eastbengal) মহিলা দলের চ্যাম্পিয়ন ট্রফি উঠুক ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের হাতে, এমনটাই চাইছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা। সেই কথা জানিয়ে ইতিমধ্যে ফেডারেশনকে চিঠিও দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। যদিও ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি।

আগামী ১৮ এপ্রিল ঘরের মাঠে গোকুলাম এফসির বিরুদ্ধে নামবে লাল-হলুদ মহিলা বাহিনী। যদিও সেই ম্যাচ হবে এখন শুধুই নিয়মরক্ষার। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। সম্ভবত সেই ম্যাচের পরই ইস্টবেঙ্গল মহিলা দলের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী থাকতে পারেন সেই কথা জানিয়ে ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে।

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানিয়েছেন, “মেয়েরা যেন ফুটবল খেলে আরও এগিয়ে যায় সেই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যাতে মেয়েদের তৈরি করতে পারি সেই দিকেও নজর দিয়েছিলেন তিনি। আমরা মনে করি ইস্টবেঙ্গলের এই সাফল্য বাংলার জয়। আর যেহেতু বাংলার জয়, তাই বাংলার প্রতিনিধি হিসাবে এই ট্রফি গ্রহন করতে অনুরোধ জনাচ্ছি ক্রীড়ামন্ত্রীকে। এই কথা জানিয়ে ফেডারেশনকে চিঠি দেওয়া হচ্ছে। যে ক্রীড়ামন্ত্রীও থাকবেন আমাদের কোচ, ক্যাপ্টেনের সঙ্গে। ক্রীড়ামন্ত্রীই বাংলার এই ট্রফি গ্রহন করবেন”।

ফেডারেশনকে ইস্টবেঙ্গলের তরফে জানিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত তারা নাকি কোনওরকম উত্তর দেয়নি। সেই উত্তরের অপেক্ষাতে রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version