শুক্র-শনিতে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন, ঘুরপথে যান চলাচলের ব্যবস্থা

সংস্কারের কাজের জন্য শুক্র ও শনিবার বন্ধ থাকছে বাংলা- সিকিম লাইফলাইন। সংস্কারের কাজের কারণে উইকেন্ডে দশ নম্বর জাতীয় সড়ক (NH 10) বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে পর্যটকদের কথা মাথায় রেখে এক ঘণ্টা অন্তর অন্তর ছোট গাড়ি চলবে।

গত মরশুমে বর্ষার সময় একাধিকবার ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দুদিন সেখানেই মেরামতির কাজ চলবে বলে জানা গেছে। এই দুদিন ঘুরপথে শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিমের দিকে যেতে হবে।