Wednesday, August 20, 2025

যোগ্যরা শিক্ষক-শিক্ষিকারা কাজে ফিরবেন, সুপ্রিম নির্দেশে জয় পর্ষদের

Date:

মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া, ২৬ হাজার চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চের। যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি সেই সব নবম-দশম, একাদশ- দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে গিয়ে নিজেদের কাজে যোগদান করতে পারবেন। ৩১ মে-র মধ্যে রাজ্যকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের মামলায় বৃহস্পতিবার সুপ্রিম আদালতের এই পর্যবেক্ষণে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছেন চাকরিহারাদের একাংশ। শীর্ষ আদালতের আজকের সিদ্ধান্তে মধ্যশিক্ষা পর্ষদের জয় দেখছে রাজনৈতিক মহলে একাংশ।

পড়ুয়াদের কথা চিন্তা করে আপাতত যোগ্য শিক্ষক-শিক্ষিকারা স্কুলে কাজে যেতে পারবেন বলে, এদিন শুনানিতে জানিয়ে দিল শীর্ষ আদালত। গত ৩ এপ্রিল সুপ্রিম আদালতের নির্দেশে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করার পর থেকে এই সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্যজুড়ে সরব হয়েছেন চাকরিহারারা। কঠিন সময়ে চাকরীচ্যুতদের পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী- শিক্ষামন্ত্রী। আচমকা বিপুল পরিমাণে শিক্ষক-শিক্ষিকারা বরখাস্ত বলে রাজ্য শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়তে পারে, সেই কারণ দেখিয়ে দ্রুত আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। এই আবেদনের সাড়া দিয়ে শর্তসাপেক্ষে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এক, আপাতত যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাজে ফিরতে পারবেন। দুই , আগামী৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন। তিন, ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা। চার, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফিরতে পারবেন না এখনই। তাঁদের জন্য আগে নির্দেশ বহায় থাকছে।

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version